ইউরো কাপে আজ অস্ট্রিয়ার ভাগ্য নির্ধারণী খেলা ইউক্রেনের সাথে

আজ বিকাল ৬ টায় অস্ট্রিয়া রুমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউক্রেনের সাথে ‘সি’ গ্রুপে তার শেষ খেলা খেলবে

স্পোর্টস ডেস্কঃ আজ ইউরো কাপে অস্ট্রিয়ার ভাগ্য নির্ধারণী খেলা। অস্ট্রিয়া এই C গ্রুপের প্রথম খেলায় উত্তর ম্যাসেডোনিয়ার সাথে ৩-১ গোলে জয়লাভ এবং দ্বিতীয় খেলায় নেদারল্যান্ডসের সাথে ০-২ গোলে পরাজিত হয়েছিল। অন্যদিকে ইউক্রেন প্রথম খেলায় নেদারল্যান্ডসের সাথে ৩-২ গোলে পরাজয় এবং দ্বিতীয় খেলায় উত্তর ম্যাসেডোনিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে। আর এই গ্রুপে নেদারল্যান্ডস দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে।

আজ আমস্টারডামে তারা উত্তর ম্যাসেডোনিয়ার সাথে শেষ ম্যাচ খেলবে। আর উত্তর ম্যাসেডোনিয়া এই গ্রুপে এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি।

অস্ট্রিয়া ও ইউক্রেনের উভয়েরই সমান ৩ পয়েন্ট হলেও ইউক্রেন বেশী গোল করার সুবাদে C গ্রুপে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। তাই আজ এই দুই দলের মধ্যে টিকে থাকার অস্তিত্বের লড়াই হবে।

অস্ট্রিয়া যদি আজ হেরে যায় তাহলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে। আর যদি খেলা ড্র হয়, তাহলে অস্ট্রিয়া ৪ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠ তৃতীয় স্থান অধিকারী হিসাবে নকআউট রাউন্ডে যাওয়ার অপেক্ষায় থাকতে পারবে। আর যদি অস্ট্রিয়া আজ জয়লাভ করতে পারে তাহলে সি গ্রুপের দ্বিতীয় স্থান অধিকারী হিসাবে সরাসরি নকআউট রাউন্ডে খেলবে।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অস্ট্রিয়া আজ আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে বলা হয়েছে। কেননা আজ অস্ট্রিয়ার কোচ ফ্রান্কো ফোডা তার একাদশে শুরুতেই ফরোয়ার্ড লাইনে অতিরিক্ত খেলোয়াড় রাখছেন।

অস্ট্রিয়ার সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের কোচ ফ্রাঙ্কো ফোদা বলেন,শুধুমাত্র “চার পয়েন্ট পরের রাউন্ডের গ্যারান্টি দেয় না।” কাজেই আমরা আজ জয়ের আশা নিয়েই মাঠে নামবো।

ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রো পত্রিকা Heute জানিয়েছেন অস্ট্রিয়া যদি আজ ইউক্রেনের বিপক্ষে জিততে পারে তাহলে বি গ্রুপের রানার্স আপ হিসাবে আগামী শনিবার লন্ডনে এ গ্রুপের চ্যাম্পিয়ন ইতালির সাথে প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে।

পত্রিকাটি আরও জানিয়েছেন, অস্ট্রিয়া আজ ড্র করে ৪ পয়েন্ট অর্জন করতে পারলে পরবর্তী রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা শতকরা ৯৯.৯%। আর যদি হেরে যায় তবুও পরবর্তী রাউন্ডে যাবারও ক্ষীণ সম্ভাবনা থাকবে। অবশ্য সব গ্রুপের খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কবির আহমেদ /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »