আগামীকাল মঙ্গলবার থেকে ভিয়েনায় শিশু ও কিশোর-কিশোরীদের করোনার টিকাদানের নাম নিবন্ধন শুরু

১৪ বছরের ওপরের কিশোর-কিশোরীরা নিজেরাই নিজেদের নাম নিবন্ধন করতে পারবে Corona-ImpfungKinderJugendwien

ইউরোপ ডেস্কঃ আজ ভিয়েনার স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলর পিটার হ্যাকারের(SPÖ) অফিস থেকে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। কাউন্সিলর অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার ২২ জুন থেকে ভিয়েনায় ১২ থেকে ১৯ বছরের শিশু ও কিশোর- কিশোরীদের করোনার ভ্যাকসিন বা টিকাদানের নিবন্ধন অনলাইনে শুরু করা হবে। ১৪ বছর বয়সের ওপরের কিশোর-কিশোরীরা উল্লেখিত ওয়েবসাইটে নিজেদের নাম নিজেরাই নিবন্ধন করতে পারবে। আর ১২ ও ১৩ বছর বয়সীদের তাদের পিতামাতার নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে।

ইতিপূর্বেই বলা হয়েছে ইউরোপিয় মেডিকেল এজেন্সি (EMA) ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশে ১২ বছর বয়সের ওপরের শিশু ও কিশোর-কিশোরীদের করোনার ভ্যাকসিন ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন প্রদানের অনুমতি ও অনুমোদন দিয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী তৎক্ষণাৎ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছিলেন আগামী আগস্ট মাস থেকে দেশে শিশু ও কিশোর-কিশোরীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হবে। অবশ্য জার্মানি ইতিমধ্যেই শিশু ও কিশোর-কিশোরীদের টিকাদানের কার্যক্রম শুরু করে দিয়েছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ ভিয়েনা স্বাস্থ্য কাউন্সিলরের অফিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, আগামী শুক্রবার থেকেই ভিয়েনার অস্ট্রিয়া সেন্টারে ফাইজার ও বায়োএনটেকের টিকাদানের মাধ্যমে দেশে এই প্রথম শিশু ও কিশোর-কিশোরীদের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। ভিয়েনার সিটি কাউন্সিলর ফর হেলথ পিটার হ্যাকারের অফিস আরও জানান, এই নিবন্ধন কার্যক্রমে পিতা-মাতা এবং সন্তান সবাই যৌথভাবেও নিবন্ধন করতে পারবেন।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৪ জন। গত বৎসর অর্থাৎ ২০২০ সালের আগস্ট মাসের পর এই প্রথম অস্ট্রিয়ায় করোনার দৈনিক সংক্রমণ এক শতের নীচে নামল। তাছাড়াও আজ অস্ট্রিয়ায় করোনায়  আক্রান্ত হয়ে কেহ মৃত্যুবরণ করেন নি।

আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১০ জন, OÖ রাজ্যে ৯ জন, Vorarlberg রাজ্যে ৮জন, Steiermark রাজ্যে ৭ জন, Salzburg রাজ্যে ৬ জন, Kärnten রাজ্যে ৪ জন, Tirol রাজ্যে ৪ জন এবং Burgenland রাজ্যে ১ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৩৯,১৮৪ ডোজ এবং সমগ্র অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৮,৭৪,৪৪০ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৬৭০ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৮০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৬,৩৬৫ জন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৬২৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »