লালমোহনে প্রধানমন্ত্রীর ঘর পেলো ২০ ভূমিহীন পরিবার

লালমোহন প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর পেয়েছে ২০টি ভূমি ও গৃহহীন পরিবার।

আজ রবিবার সকাল ১০টায় সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যায়ে লালমোহন উপজেলায় ঘর পেয়েছেন ২০টি ভূমিহীন-গৃহহীন পরিবার।

প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের  হাতে ঘরের কাগজপত্র ও চাবি তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

পরে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে নিজেদের আবেগপূর্ণ  অভিমত প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু-হাত তুলে দোয়া করেন ঘরপ্রাপ্তরা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সালাম সেন্টু/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »