বিশ্বে মৃত্যু সাড়ে ৩৮ লাখ ছাড়াল, আক্রান্ত ১৭ কোটি ৮১ লাখের বেশি

ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৮ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে সারাবিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ১৭ হাজারের বেশি মানুষ।

রবিবার (২০ জুন) সকাল পর্যন্ত দেয়া তথ্যে এ পরিসংখ্যান জানিয়েছে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৬৬০ জন।

রিসোর্স সেন্টারের তথ্য বলছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৬৮৭ জন এবং মারা গেছেন ছয় লাখ এক হাজার ৭২০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৮৫ হাজার ১৩৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন এবং মারা গেছেন পাঁচ লাখ আটশ জন।

এখন পর্যন্ত বিশ্বে ২৫৬ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন বরেও জানিয়েছে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৪৬৬ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »