পোল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে ইউরো কাপে বিপর্যয়ের মুখে স্পেন

২ খেলায় ২ পয়েন্ট নিয়ে শিরোপা প্রত্যাশি স্পেন এখন ইউরো কাপ থেকে বিদায়ের পথে

স্পোর্টস ডেস্কঃ গতকাল শনিবার রাতে স্পেনের সেভিয়ায় ইউরো কাপের ‘ই’ গ্রুপের খেলায় স্পেন ও পোল্যান্ডের খেলাটি ১-১ গোলে শেষ হয়। ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারলো না স্পেন। প্রথম ম্যাচে সুইডনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পোল্যান্ডের সঙ্গেও করেছে ১-১ গোলে ড্র। যদিও এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল কোচ লুইস এনরিকের শিষ্যদের সামনে। কিন্তু সেগুলো হেলায় মিস করেছেন তারা।

স্পেন এই গ্রুপের প্রথম খেলায় সুইডেনের বিপক্ষে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। পোল্যান্ডের বিপক্ষে সেটা ছিল আরও দৃষ্টিকটু পর্যায়ের। এবার গোল মিসের পাশাপাশি পেনাল্টি থেকে বল জালে জড়াতে না পারায় আবারও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লা রোজাদের।

খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের সময় স্পেন মোরাতার ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের সময় পোল্যান্ডের পক্ষে গোল পরিশোধ করেন দলের সুপার স্ট্রাইকার লেভানডোস্কি (১-১)। ফলে ইউরোর নকআউট রাউন্ডে পোল্যান্ডের খেলার আশা এখনও রয়ে গেল।

অন্যদিকে ইউরো কাপের অন্যতম শক্তিশালী স্পেন টানা দুই ড্রতে ‘ই’-গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে স্পেন। পরের রাউন্ডে যেতে হলে স্লোভাকিয়ার বিপক্ষে জিততেই হবে লুইস এনরিকের শিষ্যদের।

গতকাল ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে খেলছিল স্পেন। আক্রমণও চালাতে থাকে একেরপর এক কিন্ত পোল্যান্ডের রক্ষণভাগও যথেষ্ট দক্ষতার সাথে সেই আক্রমণ প্রতিহত করেছে। স্পেন পোল্যান্ডের রক্ষণভাগে আক্রমণ করলেও গোলবারে গোল হবার মতো শর্ট নিতে পারে নি।খেলার ২৫ মিনিটের মাথায় স্পেনের জেরার্ড মোরেনো ডান দিকে বক্সের বাইরে থেকে হঠাৎ ঢুকেই চোখের পলকে পাস দিয়ে দেন আলভারো মোরাতাকে। মোরাতা ডান পায়ের শটে বল জড়িয়ে দেন জালে (১-০)। লাইনসম্যান অফসাইডের বাঁশি বাজান। পোল্যান্ডের খেলোয়াড়রাও ভেবেছিলেন, গোল হয়নি। রেফারি ভিআরের সিদ্ধান্ত দেন। কিন্তু রিপ্লে দেখে অফসাইড বাতিল হয়। গোল পেয়ে যায় স্পেন।

প্রথমার্ধে দাপটের সাথে শেষ করে স্পেন। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় ধার বাড়ায় পোল্যান্ড। খেলার ৫৪ মিনিটে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। জজওয়াকের উঁচু ক্রস থেকে বল পেয়ে শূন্যে লাফিয়ে উঠে জোড়ালো এক হেডে পোস্টের বাঁ দিকের কর্নার ঘেঁষে গোল করেন পোলিশ অধিনায়ক।

এর দুই মিনিট পর পেনাল্টি পেয়েছিল স্পেন। পোলিশ মিডফিল্ডার জ্যাকুব মডের বিপজ্জনক জায়গায় ফেলে দেন জেরার্ডকে। ভারের সাহায্যে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু জেরার্ড মরেনো মিস করে বসেন পেনাল্টি। এরপরও মোরাতা-তরেসরা আক্রমণ সাজিয়েও গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

কবির আহমেদ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »