চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাসনে বিদ্যুৎ স্পৃষ্টে নজরুল (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) ঘোষেরহাট-বাংলাবাজার সড়কের গুইংয়ার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল চর মাদ্রাজ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুনাফ বেপারী ছেলে এবং বিদ্যুতের মিস্ত্রী ছিলেন।
স্থানীয় সুত্র জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে ওই যুবক মোটরসাইকেল নিয়ে নীলকমল থেকে ঘোষেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘোষেরহাট এলাকায় বিদ্যুতের ছেড়া তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
দুলারহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জামাল মোল্লা/ ইবি টাইমস