ইউরো কাপে স্লোভাকিয়াকে একমাত্র গোলে পরাজিত করে নকআউট রাউন্ডের পথে সুইডেন

শক্তিশালী স্পেনের সাথে ড্র, আর আজ স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে ভালো অবস্থায় সুইডেন

স্পোর্টস ডেস্কঃ আজ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউরো কাপের ই গ্রুপের খেলায় ৭৭ মিনিটে পেনাল্টি কিকের মাধ্যমে সুইডেন স্লোভাকিয়াকে পরাজিত করে গ্রুপে নিজেদের অবস্থান সুসংহত করেছে।প্রথম খেলায় স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করলেও, আজ দ্বিতীয় খেলায় স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে নক-আউটে যাওয়ার পথে অনেকটা এগিয়ে গেল সুইডেন। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন এমিল ফর্সবার্গ। ২ খেলায় খেলে ৪ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে সুইডিশরা। শেষ ম্যাচে বড় কোনও অঘটন না ঘটলে নক-আউটে চলে যাবে সুইডেন।

গ্রুপ ই-র প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয় স্লোভাকিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে সুইডেন। ধারা ভাষ্যকারদের মতে, আজকের ইউরো কাপের এই খেলাটি তেমন উপভোগ্য হয়নি। কোনও দলই দর্শনীয় ও আকর্ষণীয় ফুটবল উপহার দিতে পারেনি। তবে পেনাল্টির আগে পর্যন্ত সুইডেনের সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছিল স্লোভাকিয়া। পেনাল্টিটাই খেলার ফলাফল নির্ধারণ করে দেয়।

এদিনের ম্যাচে সুইডেনের হয়ে ভাল পারফরম্যান্স দেখান আলেকজান্ডার আইজ্যাক। তাঁর জন্যই পেনাল্টি পায় সুইডেন। গোল করতে ভুল করেননি ১০ নাম্বার জার্সি পরিহিত স্ট্রাইকার ফর্সবার্গ। এই ম্যাচ হেরে চাপে পড়ে গেল স্লোভাকিয়া। নক-আউটে যেতে গেলে তাদের শেষ ম্যাচ জিততেই হবে। স্পেনের বিরুদ্ধে জয় পাওয়া মোটেই সহজ হবে না। ফলে স্লোভাকিয়ার নক-আউটে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেল।

অন্যদিকে, নক-আউটে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেতেই হবে স্পেনকে। তারপর শেষ ম্যাচ হারলে চলবে না। শেষ ম্যাচ জিতলে গ্রুপের সেরা হিসেবে নক-আউটে যাওয়ার সুযোগ থাকবে স্প্যানিশদের সামনে। কিন্তু হেরে গেলে বিপদ। সেক্ষেত্রে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা থাকছে।

কবির আহমেদ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »