অস্ট্রিয়ায় ১ জুলাই থেকে প্রায় সকল করোনার বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে

২২ জুলাই থেকে নাক ও মুখের সুরক্ষা বন্ধনী মাস্ক পড়ার বাধ্যবাধকতা আর থাকছে না

ইউরোপ ডেস্কঃ গতকাল অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) এবং স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন( Grüne) ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে করোনার বিধিনিষেধের প্রায় সবই তুলে নেওয়ার ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ বলেন, ১ জুলাই থেকে অস্ট্রিয়ায় আমরা আনন্দ ও বিনোদনের সবকিছুই খুলে দিতে যাচ্ছি।

সরকার প্রধান বলেন,১ লা জুলাই থেকে কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। ডিসকো সহ রাত্রিকালীন রেস্টুরেন্ট ও ক্লাব সমূহ পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। অবশিষ্ট কিছু জিনিস শিথিলকরণ করা হবে ২২ জুলাই থেকে।

তিনি বলেন, ১ লা জুলাই থেকে আপনারা আবার ক্লাব এবং ডিস্কোতে নাচতে পারবেন।  জুলাইয়ের শুরু থেকে এফএফপি ২ মাস্কের প্রয়োজনীয়তাও প্রায় সমস্ত অঞ্চল থেকে প্রত্যাহার করা হলেও  কিছু ক্ষেত্রে এখনও নাক ও মুখের সুরক্ষা (এমএনএস)  বাধ্যতামূলক থাকবে। বড় ইভেন্টগুলির জন্য কেবল ৩ জি প্রয়োজন, তবে অন্য কোনও বিধিনিষেধ নেই।

সরকার প্রধান সন্তোষ প্রকাশ করে বলেন,বর্তমানে আমাদের দেশে করোনা পরিস্থিতি প্রত্যাশার চেয়ে অনেক ভালো। তিনি বলেন,আমাদের টিকাদান কার্যক্রম অত্যন্ত সফল ভাবে সম্পাদন হচ্ছে। এইভাবে অব্যাহত চলতে থাকলে আমরা করোনা টিকাতেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো। অস্ট্রিয়া বর্তমানে সফল টিকাদানে বিশ্বে নবম স্থানে অবস্থান করছেন।

সেবাস্তিয়ান আরও বলেন,আমাদের দেশের অধিকাংশ মানুষের টিকা গ্রহণ সম্পন্ন হলে বলকান দেশ সমূহে করোনার টিকা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন।

পূর্বেই ১০ জুনের শিথিলকরণের সময় বলা হয়েছিল যে,যদি অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি না পায় তাহলে ১ জুলাই থেকে কারফিউ প্রত্যাহার,ডিসকো সহ সকল রাত্রিকালীন রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বিবাহের অনুষ্ঠান, জন্মদিনের পার্টি বা পিকনিক ইত্যাদিতে কোন বিধিনিষেধ থাকবে না। তবে ব্যক্তিগত ইভেন্টে ৫০০ শত এবং তার ওপরে মানুষ হলে তা স্থানীয় প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছেন ১ জুলাই থেকে শুধুমাত্র গণপরিবহন ও সুপারমার্কেটে এফএফপি২ মাস্ক পড়ার নিয়ম অব্যাহত থাকবে আরো কিছুদিন। রেস্টুরেন্ট, থিয়েটার, যাদুঘর, সিনেমা সাধারণ সার্জিক্যাল মাস্ক পড়লেই চলবে। এই সম্পর্কে শীঘ্রই সরকারের নির্দেশনা আসছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এক সাক্ষাৎকারে বলেছেন আসন্ন গ্রীষ্মে দেশে আমরা কোন বিধিনিষেধ আর রাখতে চাচ্ছি না।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৭ জন, OÖ রাজ্যে ১০ জন, Tirol রাজ্যেও ১০ জন, Burgenland রাজ্যে ৮ জন, Vorarlberg রাজ্যে ৫ জন, Salzburg রাজ্যে ৩ জন, Steiermark রাজ্যে ৩ জন এবং Kärnten রাজ্যে ১ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার টিকা দেয়া হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট টিকা দেয়া হয়েছে ৬৬ লাখ ৬০ হাজার ৭২৯ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,৩০৯ ডোজ এবং মৃত্যুবরণ করেছেন ১০,৬৭৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৫,৫৪৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,০৮৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »