অস্ট্রিয়াকে দ্বিতীয় পর্বে যেতে হলে ইউক্রেনের সাথে কমপক্ষে ড্র করতে হবে,তবে শ্রেষ্ঠ তৃতীয় দল হিসাবে যেতে পারবে
স্পোর্টস ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার ১৭ জুন নেদারল্যান্ডসের (হল্যান্ড) আমস্টারডামে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের সি গ্রুপের খেলায় নেদারল্যান্ডস অস্ট্রিয়াকে ২-০ গোলে পরাজিত করে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে এক খেলা বাকি থাকতেই ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ নকআউট পর্বে উঠা নিশ্চিত করেছে।
নেদারল্যান্ডস ২০০৮ সালের পর এই প্রথম পুনরায় ইউরোর শেষ ১৬ দলে থাকা নিশ্চিত করলো।নেদারল্যান্ডসের পক্ষে গোল দুইটি করেছেন যথাক্রমে মেম্ফিস ডিপে ও ডেঞ্জেল ডামফ্রিস।
এই জয়ের ফলে ২ খেলায় থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ওলন্দাজ খ্যাত নেদারল্যান্ডস। ২ খেলা থেকে ৩ পয়েন্ট নিয়ে ইউক্রেন দ্বিতীয় ও অস্ট্রিয়া তৃতীয় স্থানে আছে। ইউক্রেন গোল বেশী দেওয়ার ফলে সমান পয়েন্টস সমান থাকা সত্ত্বেও অস্ট্রিয়াকে টপকিয়ে দ্বিতীয় স্থানে চলে এল। কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা নর্থ মেসিডোনিয়া আছে চতুর্থ স্থানে। এই গ্রুপের শেষ খেলায় সোমবার নেদারল্যান্ডস লড়বে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে। আর ইউক্রেনের মুখোমুখি হবে অস্ট্রিয়ার সাথে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে।
গতকালের খেলায় রাজধানী আমস্টারডামে ১১ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় নেদারল্যান্ডস। এ সময় অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা বক্সের মধ্যে ডামফ্রিসকে ফাউল করলে রেফারি পেনাল্টি কিকের নির্দেশ দেন। পেনাল্টি কিক থেকে ডিপে গোল করে এগিয়ে নেন দলকে(১-০)। আর এটি ছিল শেষ পাঁচ আন্তর্জাতিক খেলায ডিপের ষষ্ঠ গোল। আর ২২ খেলায় ২৭ তম গোল।
প্রথম গোলের কিছুক্ষণ পরেই ডিপে আরও একটি দারুণ গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট শটে মিস করেন। কিন্তু বিরতির পর ৬৭ মিনিটে ডামফ্রিস গোল করে ব্যবধান বাড়ান(২-০)।
এই সময় বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন ডিনিয়েল মালেন। তিনি নিজে গোল না করে ডানদিকে বাড়িয়ে দেন ডামফ্রিসকে। তিনি ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান। এটা ছিল চলতি ইউরোতে তার দ্বিতীয় গোল। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জয়ের জন্য অবশ্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি নেদারল্যান্ডসের।
অস্ট্রিয়া বিগত ৩১ বছরে ধরে আজ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারেনি। অস্ট্রিয়া নেদারল্যান্ডসের সাথে এই সময়ের মধ্যে কোন ড্রও করতে পারে নি। এই সময়ের মধ্যে হোক নিজের মাঠে বা বাহিরে অস্ট্রিয়া নেদারল্যান্ডসের সাথে শুধুই পরাজিত হয়েছে। অস্ট্রিয়ার ফুটবল প্রেমিক ও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন যে, এইবার অন্তত ড্র করে অস্ট্রিয়া এই রাহু গ্রাস থেকে বেড়িয়ে আসতে পারবে কিন্ত বিধিবাম তাদের এই আশা পূরণ হল না।
এদিকে ইউক্রেন ২-১ গোলে উত্তর ম্যাসেডোনিয়ার সাথে জয়লাভ করে প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থায় ফিরে এসেছে। এখন ইউক্রেন অস্ট্রিয়ার সাথে কমপক্ষে ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠা তার নিশ্চিত। আর অস্ট্রিয়া ও ইউক্রেনের খেলা ড্র হলে অস্ট্রিয়ারও লাভ আছে। অস্ট্রিয়া ইউক্রেনের সাথে ড্র করতে পারলে ৪ পয়েন্ট অর্জন করে গ্রুপের শ্রেষ্ঠ তৃতীয় দল হিসাবে দ্বিতীয় পর্বের নকআউট রাউন্ডে খেলতে পারবে।
উল্লেখ্য যে,ইউরো কাপের ৬ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১২ টি দল এবং ৬ গ্রুপের শ্রেষ্ঠ ৪ টি তৃতীয় স্থান অধিকারীকে নিয়ে ১৬ দলের মধ্যে নকআউট রাউন্ড অনুষ্ঠিত হবে।
কবির আহমেদ/ ইবি টাইমস