সমগ্র অস্ট্রিয়া বর্তমানে করোনার ট্র্যাফিক সিগন্যালে হলুদ ও সবুজ জোনে
ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে দেশটির সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ একথা বলেন। চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ আসন্ন শরৎকালে সংক্রমণের নতুন তরঙ্গ সম্পর্কে সতর্ক করতে যেয়ে একথা বলেছেন।
তিনি সকলকে সতর্ক করে বলেন,ভারতে সৃষ্ট করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টটি বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ডেল্টা ভ্যারিয়েন্ট অস্ট্রিয়াতেও শনাক্ত হয়েছে। কাজেই এই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য আমাদের এখন নতুন করে ভাবিয়ে তুলেছে। আমরা এখন আশানুরূপ টিকাদান সম্পন্নের দিকে অগ্রসর হলেও এই ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য উদ্বিগ্ন। তিনি বলেন, গ্রীষ্মের পরে আসন্ন শরৎকালে করোনার সংক্রমণ পুনরায় বাড়তে পারে বলে সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছে।
এদিকে ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রো পত্রিকা অস্ট্রিয়ার করোনা কমিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, কমিশন আজ তাদের সাপ্তাহিক বৈঠকে অস্ট্রিয়ার কিছু অংশকে সমুজ এবং সমগ্র দেশকে করোনার কমলা জুন থেকে হলুদ জোনে স্থানান্তরিত করেছেন।
দেশে ক্রমবর্ধমান করোনার সংক্রমণের বিস্তার দ্রুত হ্রাস পাওয়ার পর করোনার ট্র্যাফিক লাইটেও এর প্রভাব পড়ছে। লাল-কমলা থেকে অস্ট্রিয়ার ৯ টি রাজ্যই এখন শুধু হলুদ এবং সবুজ।
গত কয়েক সপ্তাহ পূর্বেও অস্ট্রিয়ায় করোনার ট্র্যাফিক সিস্টেমে সমগ্র অস্ট্রিয়া করোনার সর্বোচ্চ সতর্কতার স্তরের কারণে স্থায়ীভাবে লাল ছিল। এখন পরিস্থিতি শিথিল হয়েছে এবং প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে। অতি সাম্প্রতিককালে, তারা ২৪ ঘন্টার মধ্যে সমগ্র অস্ট্রিয়ায় করোনার সংক্রমণ প্রতি এক লাখ জনপদে অনেক কম।
অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ার করোনা কমিশন আজ তাদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকের পর দেশে করোনার সংক্রমণের বিস্তার হ্রাস সন্তোষ প্রকাশ করেছেন। তবে নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য কিছুটা সাবধানে ও সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়েছেন ।পুরো অস্ট্রিয়া ট্র্যাফিক লাইটের মানচিত্রে হলুদ আর সবুজ রঙে পরিবর্তিত হয়ে উঠছে। অস্ট্রিয়ার নয়টি ফেডারেল রাজ্যের মধ্যে সাতটিই এখন সবুজ রঙের রঞ্জিত তবে পশ্চিমের রাজ্য ভোরালবার্গ এবং টিরল এখনও হলুদ রয়ে গেল।
অন্যান্য রাজ্যের তুলনায় রাজধানী ভিয়েনায় সংক্রমণের সংখ্যা কিছুটা বেশী হলেও জনসংখ্যার আনুপাতিক হারে তা অনেক কম।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।
রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯২ জন।অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২৮ জন, OÖ রাজ্যে ১৮ জন, Steiermark রাজ্যে ১৫ জন, Tirol রাজ্যে ১২ জন, Salzburg রাজ্যে ১১ জন, Burgenland, Kärnten ও Vorarlberg রাজ্যে ১ জন করে নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ১ লাখ ২০ হাজার ২১৩ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৬৫ লাখ ৪৬ হাজার ৬৮৩ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,১৮১ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৭৪ জন। করোনার থেকে এখন পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৫,১৯২ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৩১৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস