ওয়েলসের কাছে ০-২ গোলে পরাজিত হয়ে ইউরো কাপ থেকে ছিটকে পড়ল তুরস্ক

গ্রেট ব্রিটেনের অংশীদার ওয়েলস ২ খেলায় ৪ পয়েন্ট পেয়ে পরবর্তী রাউন্ডের পথে

ইউরোপ ডেস্কঃ গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের এ গ্রুপের খেলায় ওয়েলস তুরস্ককে ২-০ গোলে পরাজিত করে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যাওয়ার জন্য দরজা প্রশস্ত করে ফেলেছে।

খেলার শুরুতেই ওয়েলস প্রচন্ড আক্রমণাত্মক খেলা করে তুরস্কের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে। ৬ মিনিটের মাথায় ওয়েলসের ইতালির ক্লাব জুভেন্টাসের তারকা আরন র‍্যামজি তুরস্কের গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যার্থ হয়। র‍্যামজির নেয়া শটটি অন টার্গেটে থাকলেও গোলকিপার পা দিয়ে বলটি সেভ করে। পরে তুরস্কেরও প্রথম গোল করার সুযোগ আসে খেলা  ১৩ মিনিটের মাথায়। সেঞ্জিগ আন্ডারের নেয়া স্ন্যাপশটটি ওয়েলসের গোলরক্ষক বাঁচিয়ে দেয়।

২৩ মিনিটে আবারো সোনালী সুযোগ আসে র‍্যামজির কাছে। গোলকিপারকে ফাকা পেলেও র‍্যামজির নেয়া শটটি বারের অনের উপর দিয়ে চলে যায়। ৪৩ মিনিটে গ্যারেথ বেলের দুর্দান্ত এক লফটেড পাসে আরন র‍্যামজি তুরস্কের ব্যাকলাইনকে পেছনে ফেলে বক্সে ফাকা জায়গায় বল পেয়ে যায়। আগের ২ বার মিস করলেও ৩য় বারে আর মিস করেনি। গোল করে লীড এনে দেয় ওয়েলসকে। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধ করার প্রথম বড় সুযোগটা আসে তুরস্কের। কর্নার থেকে ইলমাজ ডি-বক্সের ভেতর বল পেলেও এক্রোবেটিক শটটি বারের অনেক উপর দিয়ে চলে যায়। পরবর্তী আরও কয়েকবার তুরস্কের স্ট্রাইকার ইলমাজ এর নেতৃত্বে তুরস্কের ফরোয়ার্ড ওয়েলসের ডিফেন্স ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। খেলার ৫৮ মিনিটে উল্টো ওয়েলস গোল সংখ্যা দ্বিগুণ করে ফেলেছিলো প্রায়ই। বক্সের ভেতরে আবারো বল পায় র‍্যামজি। এবারের শট অন টার্গেটে থাকলেও গোলকিপার সেভ করে তুরস্ককে আরেকটি গোল খাওয়া থেকে বাঁচায়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ওয়েলস-তুরস্কের লড়াই তখন গড়িয়েছে অতিরিক্ত সময়ে। মাঠের উত্তেজনা গড়িয়েছে হাতাহাতিতে। পরিস্থিতি শান্ত করতে ব্যবস্থা নিলেন রেফরি। দু`দলের চার খেলোয়াড়কে দেখালেন হলুদ কার্ড। মিনিট দুই পরে গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে গোল করলেন  ওয়েলসের স্ট্রাইকার কনর রবার্টস (২-০)। ওয়েলসের এই দুই গোলেরই কৃতিত্ব ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলের।

বাকু অলিম্পিক স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে একপ্রকার ছিটকে গেল তুরস্ক। খুব নয় কোনো অঘটন না ঘটলে তুরস্কের এবারের ইউরো যাত্রা যে শেষ সেটা বলাই যায়। দুই খেলায় একটি জয় এবং একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে গ্রূপের দ্বিতীয় স্থানে এখন ওয়েলস। আর সুইজারল্যান্ডকে হারিয়ে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে ইতালি গ্রুপের শীর্ষে রয়েছে।

আগামী রবিবার ২০ জুন তারা আবার মিলিত হবে গ্রুপের শেষ খেলায়। ওয়েলস খেলবে ইতালির সাথে রোমে আর তুরস্ক খেলবে সুইজারল্যান্ডের সাথে আজারবাইজানের বাকুতে।

কবির আহমেদ/ ইবি তাইমস /এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »