ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় ফিরে এলো রাশিয়া

স্পোর্টস ডেস্কঃ আজ ইউরো কাপের বি গ্রুপের খেলায় রাশিয়া সেন্ট পিটার্সবার্গে ফিনল্যান্ডকে একগোলে পরাজিত করেছে। প্রথম খেলায় বেলজিয়ামের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে গেলেও, দ্বিতীয় খেলায় আজ ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পুনরায় ইউরো কাপের প্রতিযোগিতায় ফিরে এলো। ফলে এই বৎসরের ইউরো কাপের গ্রুপ বি-এর লড়াই জমে উঠল। এখন বেলজিয়াম, রাশিয়া ও ফিনল্যান্ড, তিনটি দলেরই পয়েন্ট ৩। এই গ্রুপে কেবল ডেনমার্ক এখনও কোন পয়েন্ট পান নি। এই গ্রুপের পরবর্তী খেলায় বেলজিয়াম কোপেনহেগেনে ডেনমার্কের মুখোমুখি হচ্ছে।

আজকের খেলায় রাশিয়ার হয়ে একমাত্র গোল করেন অ্যালেকসেই মিরাচুক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তাঁর বাঁ পায়ের শটে অসাধারণ গোলটাই ম্যাচের ফল গড়ে দিল। খেলার ৫ মিনিটের মাথায় ফিনল্যান্ডের হয়ে দুরন্ত হেডে গোল করে ফেলেছিলেন জোয়েল পোহানপালো। কিন্তু ভিডিও দেখে অফসাইডের জন্য গোলটি বাতিল করে দেন রেফারি। সেই সময় গোল বাতিল না হলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়নি।

এবারই প্রথম ইউরো কাপে খেলছে ফিনল্যান্ড। এর আগে তারা কোনওদিন বড়মাপের প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারের ইউরোর প্রথম ম্যাচে ডেনমার্ককে হারিয়ে শুরুটা দারুণভাবে করে ফিনল্যান্ড। সেই ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। বর্তমানে এরিকসেন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ফিনল্যান্ড ও রাশিয়ার আগে দেখা হয়েছিল চারবার। সবগুলো ম্যাচই জিতেছিল রুশরা, এবার সেই সংখ্যা বেড়ে হলো পাঁচে। বেলজিয়ামের কাছে ৩-০ গোলে হেরে ইউরো শুরু করা রাশিয়ার দারুণ প্রত্যাবর্তন হলো দ্বিতীয় ম্যাচে। ২০০৮ সালের পর প্রথমবার ইউরোতে গোলপোস্ট অক্ষত রাখলো তারা। আর এই প্রতিযোগিতায় তারা জয় পেলো ছয় ম্যাচ পর। শেষবার তারা ইউরোতে জিতেছিল ২০১২ সালের উদ্বোধনী ম্যাচে।

অন্যদিকে ফিনল্যান্ড ডেনমার্কের সাথে জয় দিয়ে ইউরো ২০২০ শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে হেরে চাপে পড়ে গেল ফিনল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। অন্যদিকে, গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। তার আগে অবশ্য  কাল বেলজিয়াম-ডেনমার্ক ম্যাচ। সেই ম্যাচের ফলের ওপর এই গ্রুপের কোন দল কোন জায়গায় থাকবে, সেটা অনেকটা নির্ভর করছে।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »