চরফ্যাসন ( ভোলা) : ভোলার চরফ্যাসন উপজেলায় ২১ জুন ৫টি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন ২০২১ উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চরফ্যাসন উপজেলার হলরুমে ৫ টি ইউনিয়নের মেম্বার প্রার্থীদের নিয়ে এ সভা করা হয়।
এসময় জেলা প্রশাসকের পক্ষথেকে বিভিন্ন দিক নির্দেশনা ও নির্বাচন আচরণবিধি সম্পর্কে ধারনা দেয়া সহ আইনী শাস্তির বিষয়ে বলা হয়। পাশা -পাশি মেম্বার প্রার্থীদের অভিযোগ ও সুযোগ সুবিধার বিষয়ে তাদের মতামত প্রকাশ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক এ-লাহী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার, সরকার মোহাম্মাদ কায়সার, ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিপন বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সহ ৫ টি ইউনিয়নের মেম্বার প্রার্থীরা।
জামাল মোল্লা /ইবি টাইমস