আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের লাহিজ প্রদেশে নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, আরও অনেক মরদেহ ভেসে আসছে। খবর আল জাজিরার।
দেশটির প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা বলেন, স্থানীয় জেলেরা আমাদের জানিয়েছেন, তারা সাগর থেকে ২৫টি মরদেহ উদ্ধার করেছে।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আফ্রিকার শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ১৬০ থেকে ২০০ যাত্রী নিয়ে নৌকাটি দুই দিন আগে উল্টে গেছে।
ডেস্ক/ইবিটাইমস/এমএন