ইউরো কাপে ফ্রান্সের কাছে জার্মানির ১-০ গোলে পরাজয়

ভিডিওতে রিপ্লে দেখার পর ফ্রান্সের আরও ২ গোল অফসাইডের জন্য বাতিল

স্পোর্টস ডেস্কঃ গতকাল মঙ্গলবার ১৫ জুন জার্মানির মিউনিখে ইউরো কাপের ‘এফ’ গ্রুপের খেলায় আত্মঘাতী গোলে জার্মানিকে হারিয়ে শিরোপা প্রত্যাশি ফ্রান্স তাদের শুভ সূচনা করল। প্রায় দুই বছর পর জার্মানির জাতীয় দলে ফেরা ম্যাট হুমেলসের এক অপ্রত্যাশিত আত্মঘাতী গোলে হারল জার্মানি।

জার্মানির বায়ার্ন রাজ্যের রাজধানী মিউনিখের অ্যালিয়েঞ্জ এরেনায় (স্টেডিয়াম) উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলে। খেলায় ৬২% বল জার্মানিদের পায়ে থাকলেও গোল বারে গোলের জন্য শট নেওয়ার স্ট্রাইকারের অভাব পরিলক্ষিত হয়েছে বেশ। খেলার ২০ মিনিটের মাথায় জার্মানির রক্ষণভাগের খেলোয়াড় ৩২ বৎসর বয়সী হুমেলস ডি-বক্সের ভিতর বল বিপদমুক্ত করতে গিয়ে বল নিজেদের জালে পাঠান (০-১)। ফ্রান্সের স্ট্রাইকার পল পগবার পাসে বাঁ দিকে বল পান লুকাস হার্নান্দেজ। বায়ার্ন মিউনিখের এই ফরাসি ডিফেন্ডার গোলমুখের সামনে এগোতে থাকা কিলিয়ান এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ান। কিন্তু মাটিতে লাফিয়ে ছুটতে থাকা বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে আত্মঘাতী গোল করেন হুমেলস।

মাত্র ২০ মিনিটে ফ্রান্স লিড নিলেও ছন্দ খুঁজে পেতে সময় লেগেছে। যখন ছন্দে ফিরেছে, তখন থেকে জার্মানির রক্ষণভাগের ঘুম হারাম করে ছেড়েছে এমবাপ্পে, করিম বেনজেমা ও আতোঁয়ান গ্রিয়েজমানের আক্রমণভাগ। ১৫ মিনিটে বেঞ্জামিন পাভার্দের সঙ্গে ওয়ান-টু পাসে এনগোলো কাঁতে প্রথম আক্রমণের সুযোগ তৈরী করে দেন ফ্রান্সকে। ডানদিক থেকে পাভার্দের নিচু শট গিন্টার মাঠের বাইরে পাঠালে কর্নার পায় তারা। গ্রিয়েজমানের কর্নার থেকে পগবার হেড ক্রসবারের উপর দিয়ে গেলে তাদের প্রথম সুযোগ নষ্ট হয়।

পরের মিনিটে এমবাপ্পের ডানপায়ের জোরালো শট পাঞ্চ করে মাঠের বাইরে পাঠান শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ম্যানুয়েল ন্যয়ার। পাঁচ মিনিট ধরে ফরাসিদের মুহুর্মুহু আক্রমণে তটস্থ জার্মান রক্ষণভাগ শেষ পর্যন্ত গোল উপহার দেয় ফ্রান্সকে।

গোল খাওয়ার দুই মিনিট পর জার্মানি সমতা ফেরাতে পারতো। রবিন গসেনসের উঁচু ক্রসে লক্ষ্যে হেড করেছিলেন মুলার। তবে পাননি জালের দেখা, গোলপোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে যায় বল। প্রথমার্ধের বাকি সময় বিক্ষিপ্তভাবে খেলতে থাকে দুই দল। তাতে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিরতির পর ফিরেই জার্মানির রক্ষণভাগের পরীক্ষা নেন ফ্রান্সের এমবাপ্পে। ৪৬ মিনিটে দারুণ ড্রিবলিংয়ে বল নিয়ে গোলমুখের সামনে যান পিএসজি ফরোয়ার্ড। কিন্তু হুমেলসের চ্যালেঞ্জে সফল হননি তিনি। ৫১ মিনিটে এমবাপ্পের পাস ধরে বাঁ দিক থেকে লক্ষ্যে শট নেন র‌্যাবিওট, কাঁপে গোলপোস্ট। দুই মিনিট পর চমৎকার সুযোগ নষ্ট করে জার্মানরা। গসেনসের ক্রসে সার্জ গিন্যাব্রির শট ক্রসবারের একহাত উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৫ মিনিটে প্রতিপক্ষের ছয় খেলোয়াড়ের সামনে দিয়ে দর্শনীয় এক গোল করেন এমবাপ্পে, কিন্তু দুর্ভাগ্য যে পগবার পাস পায়ে নেওয়ার আগে অফসাইডে ছিলেন তিনি। পরে ফ্রান্স আরও একটি গোল পেয়েছিল। আবারও অফসাইডে কপাল পোড়ে তাদের। ৮৫ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাকে যায় ফ্রান্স। পগবার থ্রু বলে এমবাপ্পে ফাঁকা পোস্টে বেনজেমাকে গোল বানিয়ে দেন। কিন্তু সংশয় থাকায় রেফারি ভিএআর (ভিডিও) চেক করে অফসাইড দেন।

দুটি গোল অফসাইডে বাতিল হলেও বিজয় উৎসব করে ফ্রান্স। শেষ অর্ধে জার্মানরা হন্যে হয়েও গোলের দেখা পায়নি। তাতে করে গত ইউরোর সেমিফাইনালের মতো গ্রুপেও ফ্রান্সের কাছে হারতে হলো তাদের।

এবারের ইউরো কাপের মৃত্যুকূপ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপের প্রথম রাউন্ডের খেলা শেষে পর্তুগাল ও ফ্রান্সের সমান তিন পয়েন্ট। তবে গোল ব্যবধানে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

আজ বুধবার ইউরো কাপের খেলা হবে তিনটিঃ

আজকের খেলার ফিকচার :

Wednesday 16 June

Group B: Finland vs Russia (15:00, St Petersburg)

Group A: Turkey vs Wales (18:00, Baku)

Group A: Italy vs Switzerland (21:00, Rome)

কবির আহমেদ/ ইবি টাইমস

 

 

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »