অস্ট্রিয়ায় করোনার সম্মুখ যোদ্ধাদের ৫০০ ইউরোর বোনাসের পরিধি আরও বিস্তৃত

হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী এবং হাসপাতালের প্রযুক্তিবিদরাও এই এককালীন ৫০০ ইউরোর করোনা বোনাস পাবেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, অস্ট্রিয়ার করোনার সম্মুখ যোদ্ধা চিকিৎসক, নার্সের পাশাপাশি হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতা কর্মী এবং হাসপাতালের প্রযুক্তিবিদরাও এখন ৫০০ ইউরোর করোনার প্রিমিয়ামের অধিকারী হবেন।

অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন দল ÖVP এর ক্লাবের সভাপতি আগস্ট ওয়েগিংগার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান করোনার সম্মুখ যোদ্ধা হিসাবে ডাক্তার ও নার্সের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন প্রযুক্তিবিদ ও পরিচ্ছন্নতা কর্মীরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহামারীর মধ্যেই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। তবে তিনি বলেন, এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি আরও জানান,ব্যাপারটি নিয়ে জোট সরকারের মধ্যে এখনও আলোচনা চলছে। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এই ৫০০ ইউরোর বোনাসের বিলটি উপস্থাপন করা হবে।

এপিএ জানিয়েছেন অস্ট্রিয়ায় বর্তমানে প্রায় ২৬,০০০ হাজার চিকিৎসক,৯৫,০০০ হাজার নার্স এবং ৬৮,০০০ হাজার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।

উল্লেখ্য যে,সরকারের ঘোষিত এই করোনা বোনাসে প্রথমে পরিষ্কার কর্মী, বেসামরিক কর্মচারী এবং প্যারামেডিকস প্রকৃত প্রয়োগের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না।

অস্ট্রিয়ার বিরোধীদল বিশেষ করে প্রধান বিরোধীদল SPÖ চেয়ারপার্সন পামেলা রেন্ডি-ভাগনার এর উদ্যোগে ও সমর্থনে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সমূহের বিক্ষোভের পর সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৩ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ২৯ জন, NÖ রাজ্যে ১৮ জন, Steiermark রাজ্যে ১৫ জন, Salzburg রাজ্যে ৬ জন, Tirol রাজ্যে ৫ জন, Vorarlberg রাজ্যে ৩ জন, Kärnten রাজ্যে ২ জন এবং Burgenland রাজ্যে ৮ জন (ডাটা ক্লিনিং)।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৯০ হাজার ৯১০ ডোজ। আর এই পর্যন্ত অস্ট্রিয়ায় করোনার মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৬৪ লক্ষ ২৬ হাজার ৪৭০ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৯,০০২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৭১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩৪,৯০০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৪৩১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৯২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »