ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় বিগত ২মাসে জেলা প্রশাসনের ৩৪৮ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই মোবাইল কোর্টের আওতায় ১,৪৩৫ টি মামলায় ১,৪৩৬ জনকে দন্ডিত করা হয়েছে এবং ২১,৭৩,২০০ টাকা অর্থদন্ড আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। এ সময় একজনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপত্বিতে ঝালকাঠি জেলার আইন শৃংঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মাসুমা আক্তার প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদন অনুযায়ী বিগত মে মাসে ১৪১ টি মোবাইল কোর্ট ৪৪৮ টি মামলা করেছে এবং ৪৭৭ জনকে দন্ডিত করে ৭,৪৮,৮৫০ টাকা অর্থদন্ড আদায় করেছেন এবং এপ্রিল মাসে ২০৭ টি মোবাইল কোর্ট ৯৫০ টি মামলা করে ৯৫৯ জন কে অর্থদন্ড প্রদান করে ১৪,২৪,৩৫০ টাকা আদায় করেছে ও একজনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান কর হয়েছে।
বাধন রায় /ইবি টাইমস