ঝালকাঠিতে একটি পৌরসভা ও ৩১ টি ইউপি নিবার্চন ২১ জুন

জেলা নিবার্চন অফিসের প্রস্তুতিমূলক কাজ শুরু 

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ৩২টি ইউনিয়ন এর মধ্যে ৩১টি ইউপি ও ঝালকাঠি প্রথম শ্রেণির পৌরসভার নিবার্চন ২১ জুন।ঝালকাঠি পৌরসভা ও ঝালকাঠি সদর উপজেলায় দুটি ইউপি, নলছিটি উপজেলায় ২টি ইউপি, ও রাজাপুর উপজেলায় ১টি ইউপি নিবার্চনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহন করা হবে।

নিবার্চনকে সফল ও সুষ্ঠ করার জন্য জেলার নিবার্চন অফিস ৩১৩ জন প্রিজাইভিং অফিসার ও ১,৫০২ জন সহকারী প্রিজাইভিং অফিসার এবং ৩,০০৪ জন পুলিং অফিসারদের নিবার্চন পরিচালনা বিধিমালা, দায়িত্ব ও কর্তব্য এবং নিবার্চন পরিচালনা বিষয়ে প্রশিক্ষন শুরু করেছে।

মঙ্গলবার সকাল ১০ টায় জেলার নিবার্চন অফিসার অহিদুজ্জামান মুন্সী এবং উপজেলা নিবার্চন অফিসার সারমিন আফরোজ ঝালকাঠি সরকারি মহিলা কলেজে গ্রুপ করে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এ জেলায় প্রথমবারের মত ইভিএম ব্যবহার করে ঝালকাঠি পৌরসভা ও ৫টি ইউপি ভোটাররা নতুন প্রযুক্তির মাধ্যমে ভোট দানের অভিজ্ঞতা অর্জন করবেন। এই সকল ইভিএম এর আওতাধিন কেন্দ্রগুলোতে ভোটারদের ১৮-১৯ জুন হাতে কলমে ইভিএম ব্যবহার করে ভোট দানের প্রতীকি ভোট গ্রহন করা হবে।

ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভায় ২২টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। পৌরসভায় মেয়র পদে ৩ জন সংরোক্ষিত আসনে ১৬জন ও সাধারন কাউন্সিলর পদে ৩১ জন প্রতিদ্বন্দীতা করছে। পৌরসভায় ১৯৪৭৬জন পুরুষ ও ২০১৬০ জন মহিলা ভোটারসহ ৩৯৬৩৬ জন ভোটার রয়েছে। ৩টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দীতায় নিবার্চিত হয়েছেন। ঝালকাঠি পৌরসভাসহ জেলার ৩১টি ইউপি নিবার্চনে ৩,৭৩,৬৪০ জন ভোটারের মধ্যে ২৪০৪১৩ জন পুরুষ ও ২৩২২২৭ জন মহিলা ভোটার রয়েছে। জেলার ৩১৩টি ভোট কেন্দ্রের ১,৫০২টি ভোট কক্ষে ভোটারগণ ২১ জুন ভোট প্রয়োগের মাধ্যমে তাদের জন প্রতিনিধি  নিবার্চন করবেন।

জেলায় ঝালকাঠি পৌরসভায় মেয়র পদে ৩জন সহ চেয়ারম্যান পদে ১০৪ জন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন। ইউপি নিবার্চনগুলোর মধ্যে সদর উপজেলার কেওরা ইউপি, নলছিটি নাচনমহল ইউপি ও রাজাপুর উপজেলায় গালুয়া ইউপি নিবার্চনে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। এছাড়া এই নিবার্চনে সংরোক্ষিত আসনে ৩২৩ জন ও সাধারন সদস্য পদে ১,০৩০ জন প্রতিদ্বন্দী রয়েছেন।

বাধন রায় /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »