ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, খাদ্য-শিক্ষা-পররাষ্ট্র-প্রযুক্তি ও স্বাস্থ্যমন্ত্রীর মত স্বরাষ্ট্রমন্ত্রীও ব্যর্থ, লজ্জা থাকলে পদত্যাগ করবে। যেখানে দিনে দুপুরে পুলিশ একটা নয়, দুইটা নয়, তিনটা খুন করে; সে দেশের প্রধানমন্ত্রীকে বলবো- যদি দেশে শান্তি-সমৃদ্ধি বজায় রাখতে চান, শটগান নেতাদের দৃষ্টান্তমূলক বিচার করুন। তা না হলে লীগ-দল-পার্টি বা আন্দোলন দেখবেনা জনগন, গণধোলাই দিয়ে অপরাধ-দুর্নীতি-খুন-গুমের প্রতিশোধ নেবে।
নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খানের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘আইন ও বিচারের সংস্কৃতি প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৩ জুন বিকেল ৪ টায় অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সামিনা নিপা প্রমুখ বক্তব্য রাখেন।
হাফিজা লাকী /ইবি টাইমস