ইউরোপ ডেস্কঃ চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়স্ক বারবরা ক্রেইসিকোভা ফ্রান্স ওপেন টেনিসের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ৬ -১,২ – ৬,৬ – ৪ সেটে পরাজিত করেছেন। চেক প্রজাতন্ত্রের তৃতীয় টেনিস তারকা হিসাবে তিনি টেনিস বিশ্বের এই অত্যন্ত সম্মানজনক টুর্নামেন্টে শিরোপা জয়লাভ করে এক ইতিহাস গড়লেন।
শনিবার ১২ জুন ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন তাঁর পূর্বসূরি সাবেক ফরাসী ওপেন বিজয়ী মার্টিনা নাভ্রাতিলোভা। জয়ের পর তাঁকে ধন্যবাদ জানালেন ক্রেইসিকোভা। চোখে আনন্দ অশ্রু নিয়ে ক্রেইসিকোভা বলেন, “আমাকে যাঁরা সমর্থন করতে এসেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজ এখানে এক অসাধারণ পরিবেশ যা উপভোগ করতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন,নাভ্রাতিলোভা আমার প্রশিক্ষক, আমার দলের সকলকে এবং অবশ্যই যারা দেশে রয়েছেন সকলকে ধন্যবাদ। কী বলব বুঝতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে আমি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।
তিনি প্রয়াত টেনিস তারকা ইয়ানা নাভোতনার কথা স্মরণ করে বলেন, মৃত্যুবরণের পূর্বে সে আমাকে বলেছিল একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিততে। আজ আমার এই বিজয় তার জন্য উৎসর্গ করলাম। আজ নিশ্চয় সে আমার দিকে তাকিয়ে আছে। আমার আজকের এই সাফল্যের পিছনে তার যথেষ্ট অনুপ্রেরণা ছিল। আমি আজ তাকে খুব মিস করছি। আমি প্রার্থনা করছি সে যেখানে আছে,সেখানে যেন ভালো থাকে।
উল্লেখ্য যে,২০১৭ সালে ৪৯ বছর বয়স্ক চেক টেনিস তারকা নভোতনা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। প্রয়াত টেনিস তারকা নোভোতনা বারবরা ক্রেইসিকোভার প্রশিক্ষক ছিলেন। নভোতনা ১৯৯০, ১৯৯১ এবং ১৯৯৮ সালে ফরাসি ওপেন জিতেছিলেন (ডাবলসে)। আর ১৯৮২ এবং ১৯৮৪ সালে ফরাসি ওপেন জিতেছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা। শনিবার কোর্টে উপস্থিত ছিলেন তিনি। রবিবার ডাবলসের ফাইনালেও খেলতে নামবেন ক্রেইসিকোভা।
ফাইনালে পরাজিত বিশ্বের ৩৩ নাম্বার রাশিয়ার পাভলিউচেঙ্কোভা বলেন, “ছোটবেলা থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম যে,ফরাসী ওপেন টেনিসের ফাইনাল খেলে শিরোপা জিতবো। তবে ফাইনাল খেলেছি কিন্ত শিরোপা জিততে পারিনি। আমি আমার সকল বন্ধু-বান্ধব ও শুভাকান্খীদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমার খেলা দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছেন। তিনি শিরোপা বিজয়ী বারবরা ক্রেইসিকোভাকে অভিনন্দন জানান।
কবির আহমেদ/ ইবি টাইমস