স্পোর্টস ডেস্ক: সাকিবকে ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচে নিষিদ্ধ করার সুপারিশের পর প্রতিবাদে উত্তাল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ।
শনিবার (১২ জুন) সকালে ক্লাব কর্মকর্তা এবং সমর্থকরা একে স্বেচ্ছাচারী এবং একপেশি সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।
ঘরোয়া ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে বিসিবিকে সোচ্চার হতে বলেন মোহামেডানের কর্মকর্তারা। শুধু তাই নয়, আম্পায়ার লিটু কেন সব সময় আবাহনীর সঙ্গে ম্যাচে আম্পায়ারিং করেন। সে বিষয়েও তদন্ত দাবি করেন দলটির সমর্থকরা।
ডেস্ক/ইবিটাইমস/আরএন