সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেলেন আগা খান-হাবিব-হাসেম

ঢাকা: জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১২ জুন ) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান।

এই তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন ৯৪ জন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »