ইউরোপিয়ান কাপের এ গ্রুপের খেলায় সুইজারল্যান্ড ও ওয়েলসের পয়েন্ট ভাগাভাগি

ইউরোপ ডেস্কঃ আজ ইউরোপের শেষ সীমান্ত আজারবাইজানের রাজধানী বাকুতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপের এ গ্রুপের খেলায় সুইজারল্যান্ড ও ওয়েলস ১-১ গোলে খেলা ড্র করে নিজেদের মধ্যে এক এক পয়েন্ট ভাগাভাগি করে নেন। এই গ্রুপের প্রথম খেলায় গতকাল ইতালি তুরস্ককে ৩-০ গোলে পরাজিত করে শীর্ষ অবস্থানে রয়েছেন।

বাকুতে আজকের খেলায় প্রথমার্ধে সুইজারল্যান্ড অনেকটাই একই কর্তৃত্ব নিয়ে খেলে ৬০% বলের নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে রাখতে সক্ষম হয়। এই সময় তার ডান প্রান্ত দিয়ে সুইজারল্যান্ডের সুপারস্টার সাকিরির মাধ্যমে অনেকবার ওয়েলসের গোল বারে শট করেও গোল করতে পারেন নি।

ওয়েলসও মাঝেমধ্যে পাল্টা আক্রমণ করে একবার গোলের সুযোগ করেছিলেন কিন্ত সুইজারল্যান্ডের তুখোড় গোলরক্ষক হাত দিয়ে বল গোল বারের ওপরে পাঠিয়ে দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা পান।

সুইজারল্যান্ডের ৯ নম্বর জার্সি পরিহিত সেফেরোভিক প্রথমার্ধে একাই তিনটে সুযোগ পেয়েছিলো পঁচিশ মিনিটে, চল্লিশ মিনিটে ও পয়তালিশ মিনিটের মাথায়।সুইজারল্যান্ড খেলার প্রথমার্ধে সাতটি সকর্নারও পায় কিন্ত বল জালে ঢোকাতে ব্যর্থ হয়। অন্যদিকে ওয়েলসের স্ট্রাইকার মোরে খেলার ১৭ মিনিটের সময় কর্নার থেকে থ্রো করা বলে হেড দিয়ে প্রায় গোল করে ফেলেছিলেন। তবে দারুন ভাবে ফিক্স করে গোল বাঁচালেন সুইজারল্যান্ড এর গোলকিপার।

খেলার বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক খেলা খেলতে থাকে সুইজারল্যান্ড। খেলার ৪৮ মিনিটের মাথাতেই একক প্রচেষ্টায় দারুন গোলকিক নিলেন এমবলো কিন্তু আবার ফিক্স করে বাঁচালেন ওয়েলস এর গোয়ালকিপার। এর পরপরই কর্নার পেয়ে যায় সুইজারলেন্ড। আর খেলার ৪৯ মিনিটে সেই কর্নার কিক থেকে লাফিয়ে হেড করে বল জালে প্রবেশ করিয়ে সুইজারল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান সেই এমবলো।

এককালে পিছিয়ে পড়ে ওয়েলস গোল পরশোধে মরিয়া হয়ে উঠে। অবশেষে খেলার ৭৪ মিনিটের সময় ওয়েলসের মোরে চমৎকার এক হেডের মাধ্যমে সুইজারল্যান্ডের গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে প্রবেশ করিয়ে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসেন।

তারপর খেলার ৮৩ মিনিটের মাথায় সুইজারল্যান্ড এর ক্রোয়েশিয়ান কোচ তার নির্ভরযোগ্য স্ট্রাইকার সেফেরোভিক এর পরিবর্তে নামান মারিও গাভরানোভিক কে। খেলায় নেমেই তিনি এমবলো এর পাস থেকে বল পেয়ে তা থেকে বল জালে পাঠিয়ে দেন কিন্তু না, রেফারি রিভিউ নিয়ে দেখেন অফসাইড থেকে গোল হয়েছে। তাই গোল নাকোচ করে দেন। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোল অমীমাংসিত অবস্থায় শেষ হয়।

এই “এ” গ্রুপের পরবর্তী খেলায় আগামী বুধবার আজারবাইজানের বাকুতে ইতালি খেলবে ওয়েলসের সাথে এবং সুইজারল্যান্ড খেলবে তুরস্কের সাথে ইতালির রাজধানী রোমে।

কবির আহমেদ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »