প্রতিবন্ধী জাহেদকে আর্থিক সহযোগিতা দিল মহদিরকোণা প্রবাসী সামাজিক সংগঠন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রতিবন্ধী জাহেদকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে উপজেলার মহদিরকোণা প্রবাসী সামাজিক সংগঠন।

শুক্রবার (১১ জুন) রাখী আশ্রয়ণ প্রকল্পে এ সহযোগিতা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত মাসে ধান মাড়াই করতে গিয়ে মেশিনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেলে একটি হাত হারায় রাখি আশ্রয়নের তাহের আলীর পুত্র দিন মজুর জাহেদ মিয়া (২২)। এতে তার পরিবার অসহায় হয়ে পড়ে। আজ সংগঠনটি তাকে ৪১ হাজার ৫৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এডঃ  আহাদ আলী মীর এর  সভাপতিত্বে ও অর্থ সম্পাদক  শামীম হোসাইন  রাজ এর পরিচালনাশ  প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ১০নং মিরাশি ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক মেম্বার সফিক মিয়া মোঃআজগর আলী মীর, মোঃতাহির মুন্সী, মোঃসুরুজ আলী মীর, মোঃআতাউল হক  ইমরান , মোঃআয়াত আলী মীর, মোঃইদ্রিস মিয়া, মোঃবাবুল মিয়া, মোঃ কোরফান আলী মীর, মোঃসুয়েল মুন্সী, মোঃকামাল আলী মীর, মোঃজাহিদুল ইসলাম সুমন প্রমূখ।

এ সহযোগিতায় অর্থের যোগান দেন সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, মোঃ আকল আলী মীর, মোঃ কাউসার মিয়া, মোঃ আক্তার মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামান আলী মীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ কুতুব আলী, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সবুজ, অর্থ সম্পাদক মোঃ শামীম হোসাইন রাজ, সহ-সভাপতি মোঃ সেলিম রাজা, মোঃ আফরোজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান মিয়া, দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুত মিয়া,  সদস্য মোঃ সুজন মিয়া, মোছাঃ রাজিয়া আক্তার প্রমূখ।

উল্লেখ্য, গত মাসে ধান মাড়াই করতে গিয়ে মেশিনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেলে একটি হাত হারায় রাখি আশ্রয়নের তাহের আলীর  পুত্র  দিন মজুর জাহেদ মিয়া (২২)। এতে তার পরিবারবর্গ অসহায় হয়ে পড়ে। আজ সংগঠনটি তাকে ৪১ হাজার ৫৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করে।

হবিগঞ্জ/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »