আওয়ামী লীগকে ধ্বংস করতে ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

পিরোজপুর: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ১/১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো। সে সময়ের সেনা সমর্থিত সরকারের করা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের না দাড়াঁতে হুমকী দেয়া হয়। কিন্তু সে হুমকী উপেক্ষা করেই শেখ হাসিনা ও দলকে ভালোবেসে কয়েকজন আইনজীবী লড়েছে।

শুক্রবার (১১জুন)  জেলার নাজিরপুরের ৫নং শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি শেখ পরিবারকে নিশ্চিহ্ন করতে ’৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর কৃপায় শেখ হাসিনা ও  শেখ রেহেনা বেঁচে যান। আজ সেই শেখ হাসিনাই্
জাতির নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখাচ্ছেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি’র জেলা নির্বাহী প্রোকৌশলী আব্দুস সত্তার মিয়া, উপজেলার শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান গাউস, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল প্রমুখ।

পরে মন্ত্রী ওই ইউনিয়নের মাটিভাঙ্গা জিসি সড়ক হতে তৈয়বের হাট হয়ে ভাইজোড়া সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ ছাড়া ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের
মাটিভাঙ্গা কলেজ মোড় হতে সাচিয়া খেয়াঘাট সড়কের কার্পেটিং, মাটিভাঙ্গা জিসি ও দিঘিরজান সড়কের প্রশস্ত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এর আগে একই দিন   মন্ত্রী পিরোজপুরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের
সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য নবনির্মিত অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন ও স্বাস্থ্য সেবা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা সিভিল সার্জ হাসানাত ইউসুফ জাকী প্রমুখ।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »