হবিগঞ্জের আজমীরগঞ্জে নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শন ও দরিদ্রদের সহায়তা প্রদান করেন ডিসি- ইশরাত জাহান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার ৫ টি ওয়ার্ডের ১শ জন দরিদ্র মানুষের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

১০ই জুন বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ইশরাত জাহান এ সয়হায়তা প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার প্রমুখ।

পরে আজমিরীগঞ্জ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান, কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন। পরে তিনি কাকাইলছেও ইউনিয়নের বদলপুর গ্রামে নদী ভাঙ্গণের অবস্থা পরিদর্শন করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেন।

এছাড়া উপজেলার সদর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ২য় ধাপে নির্মাণাধীন ৩০ গৃহের নির্মাণ কাজ পরিদর্শন ও ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে আয়োজিত স্টল পরিদর্শন এবং সেবা গ্রহিতাদের সাথে আলোচনা করেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »