ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর সৌজন্যে সাড়ে ১৪ হাজার পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ঝালকাঠি প্রতিনিধি  : করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর সৌজন্যে ঝালকাঠিতে সাড়ে ১৪ হাজার পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ৫০ লক্ষ টাকা ব্যায়ে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বুধবার বেলা ১২টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে ঢাকা থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। ঝালকাঠি জেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদর মো. শাহ আলমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক  মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হক, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহাবুব  হোসেন, সদস্য শারমীন মৌসুমী কেকা ও সাইদুর রহমান সেন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শেখ হাসিনা সরকারের কঠোর ভূমিকার কারনেই আজ এ দেশের মানুষ গণমৃত্যু থেকে রক্ষা পেয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারের দেওয়া সকল বিধিনিষেধ মেনে চললে আগামীতে করোনার তৃতীয় ধাপ থেকেও আমরা মুক্তি পাবো। তিনি আরও বলেন সকাররের এই সহযোগিতা দলিয় লোকজন ও আত্মীয় সজনদের বাদ দিয়ে তৃণমূল স্তরের প্রকৃত ব্যক্তিদের হাতে পৌছাতে হবে।

বাধন রায়/ ইবি টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »