ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা কমিটি ঘোষণা

নিউজ ডেস্কঃ ‘ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে, তারুণ্যের জয়গানে’ এই স্লোগানকে ধারণ করে দেশের ক্যাম্পাস থিয়েটার ভিত্তিক সংগঠন “ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ” এর ভোলা জেলা সংসদের কার্যনির্বাহী পরিষদ ২০২১-২৩ গঠন করা হয়েছে।

গতকাল (০৯ জুন) ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি কামাল উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী’র যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার এবং সাধারণ সম্পাদক ভোলা সরকারি কলেজের প্রভাষক মো. এরশাদ। সহ-সভাপতি চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান এবং নূরনবী চৌধুরী কলেজের প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মোসা. শাহানুর বেগম এবং ভোলা সরকারি কলেজের প্রভাষক মো.রিয়াজ উদ্দিন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক চরফ্যাশন সরকারি কলেজের গ্রন্থাগারিক মো. আবু তাহের এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার সরকারি কলেজের প্রভাষক এ.এইচ.এম মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. হাসান মোর্শেদ এবং সহ-দপ্তর সম্পাদক ভোলা সরকারি কলেজের খন্ডকালীন শিক্ষক ঝুমা চক্রবর্তী, অর্থ সম্পাদক বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক তাপস দেবনাথ, সহ-অর্থ সম্পাদক গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন   প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্তা মুনিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব চন্দ্র মহাজন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র দেবনাথ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শোভন, অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক সন্তু দাস, সহ-অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুদীপ্ত, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক মো. নাঈম, সহ-শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক কপিল দে এবং নির্বাহী সদস্য মো. মাহাবুব আলম, আশিক পোদ্দার, চৈতি গুহ, পলাশ চন্দ্র মজুমদার, প্রদীপ সিকদার।

উল্লেখ্য যে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে বাঙালির সংস্কৃতি ও নাট্য-শিল্প বিষয়ে চর্চা; নতুন সংস্কৃতি কর্মী, অভিনেতা, নাট্যকার ও নির্দেশক তৈরির মাধ্যমে জাতীয় সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করণে সহায়তা; নাট্যবিষয়ে মৌলিক গবেষণা এবং গবেষণালব্ধ তথ্যের প্রতিষ্ঠা ও প্রচার; নাট্য-সাহিত্য ও শিল্পের ক্রমবিবর্তনের তথ্য ও বিবরণ সংকলন এবং এ বিষয়ে উৎসাহ প্রদান; শিক্ষার্থী এবং সাধারণের মধ্যে নবধারার নাট্য-শিল্পের প্রসার; মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবোধ ও মননশীলতার উৎকর্ষ সাধন এবং গবেষণার পাশাপাশি নাট্য আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের কিশোর ও তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক, সংস্কৃতিমনস্ক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে “ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ” ২০১৫ সালের ২৫ নভেম্বর যাত্রা শুরু করে।

সৃজনশীল সংস্কৃতি চর্চা ও নাট্য আন্দোলনের প্রয়াসে সংগঠনটি প্রতিষ্ঠান ইউনিট, জেলা সংসদ ও কেন্দ্রীয় পরিষদ এই তিনটি স্তরের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

ব্যবস্থাপনা সম্পাদক/ ইবি টাইমস

 

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »