অস্ট্রিয়া রবিবার বুখারেস্টে গ্রুপ C-এর খেলায় উত্তর মেসোডোনিয়ার সাথে প্রতিদ্বন্দ্ব্বিতা করবে
ইউরোপ ডেস্কঃ আগামীকাল শুক্রবার ১১ জুন ২০২১ থেকে ১১ জুলাই ২০২১ পর্যন্ত মাসব্যাপী ইউরোপের ১১টি দেশে শুরু হতে যাচ্ছে “EM 2020″। এখানে উল্লেখ্য যে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ফুটবল ২০২০ সালের আসরটি গত বছরের ২০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈশ্বিক মহামারী করোনার জন্য আসরটি এক বছর পিছিয়ে এখন আগামীকাল ১১ জুন শুক্রবার মাঠে গড়াচ্ছে।
অস্ট্রিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপ ফুটবলের এই আসরটি ১১ টি দেশের ১১ টি শহরে অনুষ্ঠিত হবে। তবে এই টুর্নামেন্টটি মূলত গত বছরের ২০ জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইউরোপে কোভিড -১৯ মহামারীর কারণে এই টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছিল এবং এই বৎসর ১১ জুন থেকে ১১ জুলাই ২০২১ সাল পর্যন্ত পুনরায় নির্ধারণ করা হয়েছে। তবে টুর্নামেন্টটি এখনও “উয়েফা ইউরো ২০২০”(UEFA 2020) নামই ধরে রাখবে বলে UEFA কর্তৃপক্ষ জানিয়েছেন।
UEFA 2020 অর্থাৎ ইউরো ২০২০ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়ার কারণ হ’ল UEFA প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ২০১২ সালেই ঘোষণা করেছিলেন যে, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ২০২০ এর টুর্নামেন্টটি খেলার ৬০তম বার্ষিকী উদযাপনের জন্য “রোমান্টিক” হিসাবে স্মরণীয় রাখার জন্য টুর্নামেন্টটি কয়েকটি দেশে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
মূলত ২০২০ সালের এই টুর্নামেন্টটি ইউরোপের ১৩ টি দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমানে ২ টি দেশকে বাদ দিয়ে ১১টি দেশকে স্বাগতিক দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। স্বাগতিক দেশগুলি হল যথাক্রমে, আজারবাইজান, ডেনমার্ক, ইংল্যান্ড, জার্মানি, হাঙ্গেরী, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া,রাশিয়া,স্কটল্যান্ড এবং স্পেন।
আগামীকাল সন্ধ্যা ২১:০০ মিনিটে উদ্বোধনী খেলাটি হবে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রথম খেলায় স্বাগতিক ইতালি প্রতিদ্বন্দ্ব্বিতা করবে তুরস্কের সাথে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। পর্তুগাল বর্তমান ডিফেন্ডিং (চলমান) চ্যাম্পিয়ন। ২০১৬ সালে অধিনায়ক ক্রিশ্চিয়ান রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
এই টুর্নামেন্টে মোট ২৪ টি ইউরোপীয় দেশ ৬ টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দল পরবর্তী রাউন্ডে বিশ্বকাপ ফুটবলের মতোই নক আউট পদ্ধতিতে অবতীর্ণ হবে। নিম্নে ৬ টি গ্রুপ উল্লেখ করা হল,
গ্রুপ এ : তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ বি : ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি : নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া. উত্তর মেসোডোনিয়া
গ্রুপ ডি : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ ই : স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ : হাঙ্গেরী, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি
কবির আহমেদ/ ইবি টাইমস