অস্ট্রিয়ায় করোনার গ্রীন পাস সম্পূর্ণ প্রস্তুত

ইউরোপ ডেস্কঃ দক্ষিণ অস্ট্রিয়ার জনপ্রিয় পত্রিকা Kleine Zeitung অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ১০ জুন অস্ট্রিয়ায় করোনার গ্রীন পাস বা পাসপোর্ট কিউআর (QR) কোড সহ সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় গত ৪ জুন থেকে এই পাস পরীক্ষামূলক প্রবর্তনের কথা ছিল কিন্ত কিছু যান্ত্রিক সমস্যার জন্য তা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেয়া হয়েছিল। তবে পত্রিকাটি জানিয়েছে, যেহেতু দেশে এখনও পর্যাপ্ত পরিমাণ মানুষ এখনও করোনার ডাবল ডোজ সম্পন্ন করেন নি, তাই আপাতত এই পাস প্রবর্তনে আরও কিছু সময় নিতে পারে সরকার।

অবশ্য ইতিমধ্যেই জার্মানি সহ ইইউর সাতটি দেশ করোনার এই গ্রীন পাসপোর্টের পরীক্ষামূলক প্রচলন শুরু করে দিয়েছে।

এপিএ জানিয়েছে ভবিষ্যতে এই গ্রীন পাসপোর্টের কিউআর কোড ব্যবহারের ফলে এর বাহককে করোনার সংক্রমণের ঝুঁকিমুক্ত প্রমাণ করবে এবং এর বাহক ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি সদস্য দেশে কোন রকম কোয়ারেন্টাইন বা করোনার এন্টিজেন বা পিসিআর পরীক্ষা ছাড়াই অনায়াসে ভ্রমণ করতে পারবেন। সাধারণত এই করোনার গ্রীন পাসপোর্ট তাদেরকেই বিনা মূল্যে দেয়া হবে যারা করোনার দ্বিতীয় ডোজ সম্পন্ন করে ১৪ দিন পার করেছেন।

আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় সংবাদ সংস্থা এপিএ কে জানিয়েছেন, ইইউ-কমপ্লায়েন্ট কিউআর কোডগুলির সাথে সার্টিফিকেটগুলির ডিজিটাল তৈরী সম্পন্ন করা হয়েছে এবং যারা করোনার প্রতিষেধক ভ্যাকসিন কোর্স সম্পন্ন করেছেন শুধুমাত্র তাদেরকেই এই গ্রীন পাসপোর্ট প্রদান করা হবে। এখানে উল্লেখ্য যে, যারা করোনার থেকে আরোগ্য লাভ করেছেন। তাদের আট মাস কোন করোনার ভ্যাকসিন নিতে হবে না এবং আট মাস পর শুধুমাত্র করোনার এক ডোজ ভ্যাকসিন নিলেই তাদের করোনার ভ্যাকসিন কোর্স সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। তাছাড়াও বর্তমানে অস্ট্রিয়ায় প্রচলিত Johnson and Johnson ভ্যাকসিনের কোন দ্বিতীয় ডোজ নাই। তাই যারা এই ভ্যাকসিন গ্রহণ করেছেন বা করবেন তাদের ভ্যাকসিন গ্রহণের ১৪ দিন পর এই গ্রীন পাসের জন্য আবেদন করতে পারবেন।

আজ দীর্ঘ প্রায় ১১ মাস পর অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নি। আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনার সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৮৩ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৫৪ জন,OÖ রাজ্যে ৩৯ জন, Tirol রাজ্যে ৩২ জন, Kärnten রাজ্যে ২২ জন, Steiermark রাজ্যেও ২২ জন,Salzburg ও Vorarlberg রাজ্যেও ১৩ জন করে এবং Burgenland রাজ্যে ৬ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সারা দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫৫ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৫৯ লাখ ২১ হাজার ৭২১ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৭,৯৭১ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৫০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৩২,৬৬০ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৬৬১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১১৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »