৬৭ টি বাড়িতে তল্লাশী চালিয়ে ৭০৭ কিলোগ্রাম ড্রাগস, নগদ অর্থ, ৩৫ টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ৮১ জনকে গ্রেফতার
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ ও সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন অস্ট্রিয়ান পুলিশ এ যাবতকালের আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্রের বিরুদ্ধে সবচেয়ে বড় ও সফল অপারেশন চালিয়েছেন। এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন ‘ট্রোজান শিল্ড’ (Trojan Shield)।
সংবাদ মাধ্যমে বলা হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে পশ্চিম বলকান রাস্ট্র বা দেশসমূহের সেন্টার হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল।
বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলন স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার (ÖVP) এই অপারেশনের বিস্তারিত বর্ণনা উপস্থাপন করেন। এই অপারেশন “ট্রোজান শিল্ডের”প্রধান দায়িত্বে ছিলেন ইউরোপোল (Europol) এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। এই সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার বিচারমন্ত্রী আলমা সাদিক (Grüne),জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক ফ্রাঞ্জ রুফ এবং পাবলিক প্রসিকিউটরের মুখপাত্র নিনা বুসেক।
এদিকে ইউরোপোলের উপ-পরিচালক অপারেশনস জ্যান-ফিলিপ লেকুফ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন ১৫ টি দেশের পুলিশ,ইউরোপোল ও এফবিআই এর সহযোগিতায় এই পর্যন্ত ৮০০ শত অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং অস্ত্র ও নগদ অর্থ সহ প্রায় ৮ টন মাদকদ্রব্য আটক করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পুলিশের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছেন ১৮ মাস যাবত এফবিআই, ইউরোপোল ও ১৫ টি দেশের পুলিশের গোয়েন্দাদের সহযোগিতায় এই অপারেশন ‘ট্রোজান শিল্ড’এর পরিকল্পনা করা হয়েছিল।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার তার বক্তব্যে বলেন, অস্ট্রিয়ায় মোট ৬৭ টি বাড়িতে কমান্ডো অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, এই অভিযানে স্থানীয় তদন্তকারীরা ৭০৭ কিলোগ্রাম মাদক দ্রব্য,৩৫ টি অবৈধ অস্ত্র এবং নগদ ৬ লাখ ৫০ হাজার ইউরো পেয়েছেন। অস্ট্রিয়ায় এই অভিযান একযোগে পরিচালিত হয়েছে রাজধানী ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া (NÖ) এবং সালজবুর্গ রাজ্যে।
সাংবাদিক সম্মেলনে ভিয়েনার পাবলিক প্রসিকিউটরের মুখপাত্র নিনা বুসেক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জনকে ভিয়েনার জোসেফস্টাড (Joseph Stadt) কারাগারে প্রেরণের জন্য আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে।
অস্ট্রিয়ার জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক ফ্রাঞ্জ রুফ বলেন,বিশেষত ট্রিপল হত্যার জন্য সার্বিয়ায় অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে অপারেশনটি প্রথম অস্ট্রিয়াতে “অপারেশন অ্যাকিলিস” নামে শুরু হয়েছিল। পর্যবেক্ষণ এবং টেলিফোন নজরদারি পাশাপাশি আন্তর্জাতিক তথ্য তুলনা করা হয়েছিল।
তিনি আরও জানান সমগ্র অস্ট্রিয়াতে এই অপারেশনের জন্য ৪০০ শত তদন্তকারী কর্মকর্তা সহ বিশেষ কমান্ডো বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছিল। তিনি আরও জানান,বিশেষত ট্রিপল হত্যার জন্য সার্বিয়ায় অভিযুক্ত সন্দেহভাজনকে ভিয়েনায় গ্রেপ্তারের বিষয়ে উল্লেখ করেছেন। তাকে দশ কিলো হেরোইন সহ ভিয়েনারভয় আটক করা হয়। “তিনি সিন্ডিকেটের অন্যতম নেতা।” সার্বিয়ায় একজন ব্যক্তির অপহরণ এবং গুরুতর দুর্ব্যবহারের বিষয়টিও স্পষ্ট করা হয়েছিল। সে অপহরনে ভিয়েনার মাফিয়াদের একটি টর্চার সেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে।
অস্ট্রিয়ার বিচারমন্ত্রী আলমা সাদিক বলেন,আমরা আমাদের দেশে একটি বড় ধরনের মাফিয়া চক্রের বিরুদ্ধে সফল অপারেশন চালিয়েছি। তিনি এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও অস্ট্রিয়ার নিরাপত্তা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই আন্তর্জাতিক মাফিয়া চক্রকে উৎখাতে সহযোগিতার জন্য ইউরোপোল ও এফবিআই কেও ধন্যবাদ জানান।
কবির আহমেদ/ ইবি টাইমস