স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরকে সামনে রেখে প্রাথমিক দলে নতুন করে আরও ছয় জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত মাসের ঘোষিত দলের সঙ্গে যোগ দিবেন নতুন সদস্যরা। ফলে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড দাঁড়ালো ২৯ জনের। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নতুন যাদের কে ডাকা হয়েছে তারা হলেন, বেন ম্যাকডারমট, ড্যান ক্রিস্টিয়ান, ক্যামেরুন গ্রিন, অ্যাশটন টার্নার, ওয়েস আগার ও নাথান এলিস।
আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এ সফরে ৫টি টি-২০ ম্যাচ খেলবে দলটি।
২৯ সদস্যের অস্ট্রেলিয়ান প্রাথমিক স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, ওয়েস আগার, জ্যাসন বেহরেনডর্ফ, আলেক্স কারি, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপি, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভির সাঙ্গা, ডি’আরচি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
ডেস্ক/ইবিটাইমস/এমএন