ঢাকা: ভারতসহ প্রতিবেশী দেশের সঙ্গে নৌ-পথে বাণিজ্য বাড়াতে সরকার রংপুরের চিলমারীতে ২৩৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক নৌবন্দর নির্মাণ করতে যাচ্ছে।
মঙ্গলবার (৮জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বাড়বে।
তিনি বলেন, আগে এখানে বন্দর ছিল, পরে তা বন্ধ হয়ে যায়। আমরা আঞ্চলিক বাণিজ্য আরও বাড়াতে চাই। এই জন্য প্রতিবেশী দেশের সাথে হারানো পথগুলো পুনরুদ্ধার করতে দেড় বছর আগে একটা প্রকল্প নেয়া হয়েছে।
তিনি বলেন, পরে এই বন্দরের সঙ্গে রেলপথের যোগাযোগ স্থাপন করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এমএন