চরফ্যাসনঃ ভোলা জেলার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। এসময় তিনি ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে স্থাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরন করেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব চরফ্যাসনের শশীভুষন, রসুলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া বাশির দোন বাজার হইতে ভাষান চর ক্লোজার ভায়া ফরাজির হাট রাস্তার ৪৮ মিঃ আর সি সি ব্রীজ, কতুবগঞ্জ বাজার রোড হইতে পশ্চিম দিকে কাশেমগঞ্জ বাজার ইউপি রোড উন্নয়ন, দক্ষিন আইচা ছাবেরা খাতুন স্কুল, জিওবি রক্ষনাবেক্ষনের কাজ সহ চরফ্যাসনের বিভিন্ন উন্নয়ন মুলক কাজও পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভোলা প্রকল্পের পরিচালক প্রকৌশলী মমিন মজিবল হক সমাজী , এলজিইডি ভোলা নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মামুন আল ফারুক,চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইবিটাইমস/এমএন