বিশ্বকাপ বাছাইয়ে ভারতের কাছে দুই গোলে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধ ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কপাল পুড়েছে।

২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের দ্বিতীয় রাউন্ডে সোমবার (০৭ জুন) মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

কাতারের বিরুদ্ধে হেরে যাওয়া ভারত বাংলাদেশের বিপক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। তবে গেআলের দেখা পায়নি দলটি।

ম্যাচের ৭৯তম মিনিটে গোল করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। আশিক কুরুনিয়ানের বাঁকানো ডেলিভারি থেকে সুনীল বল পান। তপু বর্মনকে পেছনে রেখে তিনি গোল করেন। এতে ১-০ গোলে এগিয়ে যায় ভারত।

ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২তম মিনিটে ভারতের গোল পার্থক্য ২-০ করেন সুনীল।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »