চরফ্যাসন, ভোলা: আবদুল্লাহপুর ইউনিয়নের আল আমিনের একটি গরুর মৃত্যু হয়েছে বজ্রপাতে। গরুর মৃত্যুতে মালিক আল আমিন হতবাক হয়ে পড়েছেন।দরিদ্র এই কৃষকের একমাত্র সম্বল এই গরুটি।
আবদুল্লাহ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল রাসেল জানান, গরুটি ঘাস খাওয়াতে মাঠে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ বজ্রপাতে গরুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, (রবিবার ৬ জুন) বিকেলে অনুমানিক ৪টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে মোঃআল-আমিন হাওলাদারের একটি পালিত ষাঁড় গরু জমিতে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাতে মারা যায়।
গরুর মালিক আল-আমিন হাওলাদার বলেন, আজ বিকেলে জমিতে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাতে আমার পালিত একটি ষাঁড় গরু মারা গেছে। যার আনুমানিক মূল্য ৬৫ থেকে ৭০হাজার টাকা।
চরফ্যাসন/ইবিটাইমস/এমএন