শিশুদের ভ্যাকসিন প্রদানের অনুমোদন চেয়েছে মডার্না
ইউরোপ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না (Moderna) এবার শিশুদেরকে ভ্যাকসিন দিতে চায়। ১২ থেকে ১৫ বছরের শিশু এবং কিশোরদের এই ভ্যাকসিন প্রয়োগে অনুমোদনের জন্য আবেদন করেছে কোম্পানিটি। ইইউতে এখন পর্যন্ত বায়োনটেক / ফাইজারের ভ্যাকসিন এই বয়সের জন্য অনুমোদিত। অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ORF এর সংবাদ বিষয়ক চ্যানেল ZIB এবং অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ…