খুলনা প্রতিনিধি : বাগেরহাটে জেলায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে বাগেরহাট জেলায় ১ হাজার ৭৫২ জনের করোনা আক্রান্ত হলেন। মারা গেছে ৪৫ জন। বাগেরহাট সদর হাসপাতালে ১৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
এ ছাড়া মোংলায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলার কারোনে, সংক্রমণ রোধে এবার মোংলা পৌরসভার পর পুরো উপজেলাজুড়েই গতকাল বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে নেমেছে কোস্টগার্ড। পাশাপাশি পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। প্রাথমিকভাবে ৮ দিনের জন্য ৭ দফা নির্দেশনা দিয়ে জারি করা ঐ বিধিনিষেধ রোববার শেষ হওয়ার কথা রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত দশদিন যাবত বাগেরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে মোংলা ও মোরেলগঞ্জে। সদরেও সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ এবং জেলায় সংক্রমণের হার ৪৫ শতাংশ।
শিকদার ইয়াছিন আরাফাত/ইবি টাইমস