পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ঝড়ে গাছ চাপা পরে জলিল খান (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার দুপুরে উপজেলার পশ্চিম পাড় ডাকুয়া গ্রামে তার মৃত্যু হয়।
নিহত জলিল খান ওই এলাকার আবদুল লতিফ খান এর পুত্র।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল জানান,কিভাবে জলিল খান এর মৃত্যু হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নিতে ওই বাড়িতে স্থানীয় ইউনিয়ন মেম্বার কে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস