ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন (ÖGB) অস্ট্রিয়ায় শ্রমিকদের জনপ্রতি অতিরিক্ত এক হাজার ইউরো প্রদানের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেছেন।
অস্ট্রিয়ার জাতীয় সংসদে ইতিমধ্যেই বৈশ্বিক মহামারী করোনার জন্য অর্থনৈতিক মন্দার জন্য প্রতিটি পরিবারকে এককালীন এক হাজার ইউরো প্রদানের জন্য সরকারের নিকট অনুরোধ করেছেন। অবশ্য সরকার হ্যাঁ বা না কিছুই বলেন নি। এখন ÖGB এর দাবীর ফলে সরকারের উপর এই অর্থ প্রদানের জন্য আরও চাপ বাড়লো।
ÖGB সভাপতি ভল্ফগ্যাং কাটজিয়ান স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকার বলেন, বৈশ্বিক মহামারী করোনার মধ্যে যে সমস্ত কর্মচারী তাদের কাজ দিয়ে দেশ চালিয়ে রেখেছেন তাদেরকেও পুরস্কৃত করা উচিত।
অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন প্রায় মাস খানেক পূর্বে করোনায় ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য অস্ট্রিয়ান সরকার কর্তৃক নার্সদের ৫০০ শত ইউরো অতিরিক্ত প্রদানের ঘোষণা খুব বেশী নয় বলে দাবী করেছিলেন অস্ট্রিয়ান ট্রেড ইউনিয়নের সভাপতি ভল্ফগ্যাং কাটজিয়ান।
তার এই মন্তব্যের পরই অস্ট্রিয়ার সকল বিরোধী রাজনৈতিক দল করোনা পরবর্তী স্বাভাবিক জীবন উত্তোরণে ফিরে আসতে অস্ট্রিয়ায় বসবাসকারী প্রতিটি পরিবারকে এককালীন এক হাজার ইউরো (€1,000) প্রদানের দাবী করেন।
স্পষ্টতই বেসরকারী এবং জনস্বাস্থ্য সুবিধার মধ্যে একটি পার্থক্য তৈরি হয়েছে,বলে মনে করছেন ÖGB সভাপতি Wolfgang Katzian। অস্ট্রিয়ান ট্রেড ইউনিয়ন (ÖGB) সহ অন্যান্য শ্রমিক সংগঠন হাসপাতাল, নার্সিংহোমস, ফার্মাসি, জরুরী সেবা, চিকিৎসা অনুশীলন এবং অন্যান্য শিল্পের কর্মীদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছে। যেখানে কখনও কখনও কর্মীদের একটানা কয়েক মাস কোন বিরতি ছাড়াই সংক্রমণের ঝুঁকির মধ্যেই কাজ চালিয়ে যেতে হয়েছিল। দৃশ্যত ফেডারাল সরকারের পক্ষ থেকে বেতন ছাড়া তাদের এখনও কোন অতিরিক্ত অর্থ সাহায্য করা হয় নি।
“হাসপাতালের অনেক পরিচ্ছন্ন কর্মী, যারা মহামারী চলাকালীন সময়ে তাদের নির্ধারিত কাজের বাহিরেও অতিরিক্ত কাজ করতে হয়েছিল দিনের পর দিন। এই দৈনন্দিন কাজের নায়করাও এখন স্বীকৃতির দাবিদার!” উপরন্তু, কর্মচারীরা এখন সরকার ঘোষিত €৫০০ ইউরোর বোনাসের জন্য তাদের নিয়োগকর্তার কাছে নাম নিবন্ধন করতে হয়েছে।
ÖGB সভাপতি বলেন, করোনার দুর্যোগের সময়ে স্বাস্থ্য খাতের কর্মচারীদের ছাড়াও অন্যান্য খাতে যারা গত প্রায় এক বছরের উপরে অত্যন্ত ঝুঁকির মধ্য থেকে দায়িত্ব পালন করে আসছেন সকলকেই আমাদের আন্তরিক অভিনন্দন। যে সমস্ত কর্মচারী দেশকে তাদের কাজ দিয়ে চলেছে, তাদের পুরস্কৃত করা হবে। এখন পর্যন্ত তুলনামূলকভাবে ছোট্ট একটি গ্রুপের বোনাস ঘোষণার বাইরে আর কিছুই করা হয়নি যা সত্যিই অত্যন্ত দুঃখজনক।
অস্ট্রিয়ান ট্রেড ইউনিয়নের সভাপতি ভল্ফগাং কাটজিয়ান বলেন,আমাদের এই সকল করোনার সম্মুখ যোদ্ধারা প্রশংসার দাবিদার।তাই তাদেরকে আর্থিকভাবেও অতিরিক্ত অনুদান দিয়ে তাদের কাজের সন্মান ও স্বীকৃতি দিতে সরকারের প্রতি জোড়ালো আবেদন করছি।
কবির আহমেদ /ইবি টাইমস