হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন, উপজেলার গনকির পাড় এলাকার ইসহাক মিয়া (৪২) ও তার ছেলে রুবেল মিয়া (২২) ।
পুলিশ জানায়, শনিবার (৫ই জুন) ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান ও এএসআই আব্দুল বাতেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের ঘরে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার ও তাদের আটক করা হয়। পিতা-পুত্র এলাকায় অনেকদিন থেকেই মাদকের ব্যবসা করে আসছিল বলেও জানায় পুলিশ।
মোতাব্বির হোসেন কাজল/ ইবি টাইমস