ভিয়েনায় করোনার ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভে স্থবির ট্র্যাফিক সিস্টেম

ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভে শনিবার বিকালে ভিয়েনায় প্রচন্ড ট্রাফিক জ্যামের সৃষ্টি

ইউরোপ ডেস্কঃ আজ শনিবার দুপুরের পরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভে শহরের অন্যতম ব্যস্ত রিং রোড বন্ধ করে দেওয়া হয়।ফলে রাজধানী শহরের সূশৃন্খল ট্র্যাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ফলশ্রুতিতে সমগ্র শহরে প্রচন্ড ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়।

অস্ট্রিয়ার জনপ্রিয় অনলাইন পত্রিকা Oe24 জানিয়েছেন করোনার ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভের জন্য শহরের প্রাণ কেন্দ্রে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে ভিয়েনা রাজ্য প্রশাসন। পত্রিকাটি জানায়,বিক্ষোভকারীরা শনিবার ১১ টার পর থেকেই সিটি সেন্টারে সমবেত হতে থাকে।

বিক্ষোভের আয়োজকরা সপ্তাহ যাবৎ এই বিক্ষোভের প্রচারণা চালিয়ে আসছিলেন। আয়োজকরা দেশের অধিকাংশ মানুষ করোনার টিকাদানের বিরোধী বলে দাবী করলেও এক জরিপে বলা হয়েছে এখন ৭০% মানুষ ভ্যাকসিন গ্রহণের পক্ষে আগ্রহী।

করোনার ভ্যাকসিন বিরোধীরা বিশেষত শিশুদের করোনার ভ্যাকসিনের বিরোধীতা করেন। তারা শিশুদের শারীরিক অবস্থার সুরক্ষায় উদ্বিগ্ন বলে জানিয়েছেন। কোনও পরিস্থিতিতেই শিশুদের করোনার টিকা দেওয়া উচিত নয় বলে তারা মন্তব্য করেছেন।

করোনা বিরোধীরা সরকারের সমালোচিত স্লোগান সম্বলিত ব্যানার ব্যবহার করছিল। সে সবের একটির মধ্যে লেখা ছিল “কুর্জ মাস্ট গো”। অর্থাৎ তারা সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের বিদায় দাবী করছে।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন বিক্ষোভকারীদের আধিকাংশই রক্ষণশীল দল FPÖ দলের নেতা-কর্মী ও সমর্থক। তবে এই বিক্ষোভে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৭৬ জন,Tirol রাজ্যে ৪৪ জন,OÖ রাজ্যে ৪৩ জন,Steiermark রাজ্যে ২৪ জন,Kärnten রাজ্য ১৩ জন,Vorarlberg রাজ্যে ৯ জন,Burgenland রাজ্যে ৫ জন এবং Salzburg রাজ্যে ২ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১,১১,১১১ ডোজ এবং এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ৫৫,৩০,৫৩৯ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৬,৪৩৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬৩৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,৩০,৪৫৮ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,৩৪৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৪৬ জন এবং হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৪৫০ জন বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »