ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে সদর উপজেলা পর্যায়ে প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন করা হয়েছে।
জেলার ৪টি উপজেলা পর্যায়ে এই একই ধরণের প্রদর্শণী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে বিভিন্ন গবাদী পুশু ও গৃহপালিত পশুর প্রদর্শনী হয়। বিভিন্ন জাতের কবুতরসহ রং বেরং এর আকর্ষনীও পাখি প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। ১৬টি স্টলের মধ্যে প্রদর্শনীতে গবাদী পশুদের রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিশোধক স্টল রাখা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও মইন তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ সরোয়ার হাসান স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে দুগ্ধ খামারী সংকর মূখার্জী ও মোঃ নাদিম বক্তব্য রাখেন।
বাধন রায়/ ইবি টাইমস