চরফ্যাসন, ভোলাঃ চরফ্যাসন উপজেলা পরিষদের সভাকক্ষে শনিবার সকালে প্রাণী সম্পদ দপ্তরের প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেইরী ফার্মাস এ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম সৌরভ, পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দীন, ওসি মোঃ মনির হোসেন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চরফ্যাসন পৌরশহরে রেলী প্রদক্ষিণ শেষে প্রাণী সম্পদ দপ্তর সংলগ্ন মাঠে প্রদর্শনী ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় শংকর জাতের বিদেশী গরু, ২০ ধরনের বিদেশী কবুতর, ঘোড়া, বিদেশী ছাগল ও টার্কি মুরগী, তিতির সহ ৫০ টি স্টল শোভা পায়।
প্রাণী সম্পদ দপ্তরের প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে খামারীরা উপস্থিত ছিলেন।
ভোলা/ইবিটাইমস/আরএন