ইউরোপের আকাশপথ ও বিমানবন্দরে নিষিদ্ধ বেলারুশের উড়োজাহাজ

ডেস্ক: বেলারুশের উড়োজাহাজের ওপর আকাশপথে এবং বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেক দেশের এয়ারলাইনস কোম্পানিগুলো সাবেক সোভিয়েতভুক্ত দেশ বেলারুশের আকাশপথ এড়িয়ে চলছে। বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার রাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে এয়ারলাইন কোম্পানিগুলো বেশ নাখোশ হয়েছে। তারা বলছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আকাশপথে ভ্রমণ খাতকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হচ্ছে। বেলারুশের আকাশপথ ব্যবহার করে ইউরোপের দেশগুলো থেকে প্রতিদিন অন্তত চার শতাধিক ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ডিরেক্টর জেনারেল উইল্লি ওয়ালশ বলেন, ইউরোপের এয়ারলাইনগুলোর উড়োজাহাজ বেলারুশের আকাশ ব্যবহার করতে পারবে না এমন সিদ্ধান্ত এভিয়েশন নিরাপত্তা নিয়ে রাজনীতি করার শামিল। এটা সঠিক হয়নি।

অন্যদিকে, আকাশপথ ও বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন

উল্লেখ্য গত ২৩ মে রায়ানএয়ারের একটি উড়োজাহাজে করে বান্ধবীসহ গ্রিস থেকে লিথুনিয়ায় যাচ্ছিলেন বেলারুশের সাংবাদিক রোমান প্রতাসেভিচ (২৬)। বোমা আতঙ্কের কথা বলে ওই সাংবাদিকের উড়োজাহাজের রুট বদলে বেলারুশের মিনস্কে অবতরণে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। পরে বান্ধবীসহ ওই সাংবাদিককে আটক করা হয়। এরপরই ইইউ সদস্য দেশগুলো বেলারুশের ওপর ক্ষিপ্ত হয়।

এদিকে, গতকাল শুক্রবার সাংবাদিক প্রতাসেভিচ টিভি বক্তৃতায় এসে কান্নাজড়িত কণ্ঠে স্বীকারোক্তি দিয়েছেন, তিনি সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করেছিলেন। তবে তাঁর পরিবার বলছে, তাঁকে জোর করে স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে।

তরুণ এই সাংবাদিককে বন্দিদশায় নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ এনেছেন তাঁর পরিবারের সদস্যেরা।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »