হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবার সাথে অভিমান করে চিরকুট লিখে স্কুল ছাত্রের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবার সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে স্কুল ছাত্র।

শুক্রবার (৪ই জুন) রাত ৮ টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র মাইনুর রশিদ  মাহিন(১৫) উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের পল্লী চিকিৎসক আরব আলীর ছেলে।সে মাধবপুর উপজেলার শাহজীবাজার পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের (পিডিবি) দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্র জানায় পল্লী চিকিৎসক আরব আলী সুতাং বাজারের একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন।

পারিবারিক বিষয় নিয়ে মাহিনের বাবা আরব আলী তাকে গালিগালাজ করেছিলেন। এরই জের ধরে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে ফাস লাগিয়ে  আত্মহত্যা করে মেধাবী ছাত্র মাহিন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এসময় পুলিশ মাহিনের লাশের পাশে একটি চিরকুট পায়। এতে লেখা আছে সে আত্নহত্যা করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাহিনের রুমে একটি চিরকুট পাওয়া গেছে। এতে সে আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত জানা যাবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »