মনপুরায় ঘূর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন

চরফ্যাসন (ভোলা) : ভোলার মনপুরায় ঘূর্নীঝড় ইয়াসের প্রভাবে ৪টি ইউনিয়নের পানিবন্ধী দুঃস্থ অসহায় সম্পুর্ন ক্ষতিগ্রস্ত ৬ শত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয় মাধ্যমে নগদ অর্থ প্রত্যেক পরিবারের মধ্যে ২ হাজার টাকা করে বিতরন কার্যক্রম উদ্বোধন।

শুক্রবার সকাল ১০টায় হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইয়াসে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ ২ হাজার টাকা করে বিতরন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিদ,ইউপি সচিব মোঃ ইয়াজউদ্দিন সিরানসহ ইউপি মেম্বারগন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন,ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন শুরু করেছি। উপজেলার বাকী ৩টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪শত ৫০ পরিবারের মাঝে পর্যায়ক্রমে নগদ ২ হাজার টাকা করে বিতরন করা হবে।

জামাল মোল্লা/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »