বিশ্বকাপ বাছাই ম্যাচে হোঁচট খেলো মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হোঁচট খেয়েছে মেসির আর্জেন্টিনা। চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তার দল।

ইউনিকো মাদ্রে সিউদেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে দলের ফরোয়ার্ডরা। তৃতীয় আর ১১ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মার্টিনেজ ও ডি মারিয়া।

অন্যদিকে পাল্টা আক্রমণে আর্জান্টাইন রক্ষণেরও ভালোই পরীক্ষা নেয় চিলি। ১৫ মিনিটে ভারগাসের দূরপাল্লার শট সাইট বারের পাশ দিয়ে যাওয়ায়, এগিয়ে যাওয়া হয়নি তাদের।

খেলার ১৯ মিনিটে লাউতারো মার্টিনেজকে করা ফাউলের সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে গোল করেন লিওনেল মেসি। তবে লিডটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টাইনরা।

অ্যালিক্স সানচেজের গোলে ৩৬ মিনিটেই সমতায় ফেরে চিলি। এরপর দু’দলই একাধিক সুযোগ পেলেও আর গোল হয়নি।

এ ড্র’য়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দু’য়ে থাকলো আলবিসেলেস্তারা। সমান ম্যাচে চিলি আছে ৬ নম্বরে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »