ডুমুরিয়ার চুকনগরে করোনা ভাইরাসে’র জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার চুকনগরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ওসি মোঃ ওবাইদুর রহমান’র জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নিতাই নন্দীর সভাপতিত্বে লেওকাত হোসেনের সঞ্চালনায় চুকনগর মটর শ্রমিক ইউনিয়ন অফিসে চুকনগর বাস,মিনিবাস, মালিক সমিতি, চুকনগর মটর শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক চালক ও মাহিন্দ্রা চালকদের সাথে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর জন সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠিন শেষে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের নির্দেশনায় চুক-নগর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতিতি অবনতি ঘটায় জনগণকে সচেতন করার লক্ষ্যে চুকনগর বাসষ্টান্ড এলাকায় প্রচারনার অংশ হিসাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এসময় ওসি ওবায়দুর রহমান বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রীবাহী বাসে ২৫,মাহেন্দ্রে ৬,ইজিবাইকে ৪জন করে যাত্রী বহন করতে হবে। এর বেশি যাত্রী বহন করলে হাইওয়ে রোডে চেকপোস্ট বসিয়ে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন,প্রত্যোক যাত্রীবাহী পরিবহনে সাস্ব্য সুরক্ষা যেমন হ্যান্ডসানিটাইজার,ম্যাক্স পরিধান ব্যাতিত কোন যাত্রি পরিবহন করা যাবে না।

এসময় ওসি চুক-নগর বাসষ্টান্ডে যাত্রীবাহী বাস ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চুক-নগর বাস মালিক সমিতি, খুলনা মটর শ্রমিক ইউনিয়ন,মাহিন্দ্রা,ও ইজিবাইকের মালিক শ্রমিক সহ অনান্য নেতৃবৃন্দ।

শিকদার ইয়াছিন আরাফাত/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »