চুয়াডাঙ্গা থেকে ২১ কেজি গাঁজাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে RAB-৬

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বর্তমান পেক্ষাপটে তরুন সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এ তদসংক্রান্তে এক শেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য অবৈধ ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্টান সহ প্রত্যান্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য পৌছে দেওয়ার অপচেস্টা চালাচ্ছে। সমাজের মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী আভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়  ০৪ জুন ২০২১ ইং তারিখ ১৩:৫০ মি. সময় র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি ১৪:০৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামস্থ(ধোনারচারা মাঠ)জনৈক হযরত আলী এর খেজুর বাগানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হতে ১। মোঃ হারুন অর রশিদ (৩৮), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং- জালফুকা মাঠপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে এবং  আসামী ২। মোঃ টিটন (৩৫), পিতা- মৃত  সনজের আলী, সাং- হাকিমপুর, ৩। মোহাম্মদ জাহাঙ্গীর (৪৫), পিতা- মোঃ তাহের ,সাং- লাই লক্ষীপুর , উভয়থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর দখল হতে একটি প্লাষ্টিকের তৈরি বস্তার ভিতর থেকে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২১(একুশ) পোটলা গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু  প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা  অব্যাহত আছে।

সাকিব হাসান /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »